ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে

  • আপডেট সময় : ০৯:১৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • ১৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশগুলোর বাইরে এ পর্যন্ত এক হাজার জনেরও বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসাস বলেছেন, এই দেশগুলিতে মাঙ্কিপক্সের সংক্রমণের ঝুঁকি বাস্তব, কিন্তু এই সময়ে এটি প্রতিরোধযোগ্য।
গত মে মাসে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব শুরু হয়। এ পর্যন্ত ২৯টি দেশে রোগটি ছড়িয়েছে। তবে এই দেশগুলোতে কোনো মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়নি।
জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে আধানম জানিয়েছেন, আফ্রিকায় চলতি বছর মাঙ্কিপক্সে এক হাজার ৪০০ এর বেশি সন্দেহজনক সংক্রমণ রেকর্ড করা হয়েছে। এই অঞ্চলে মাঙ্কিপক্সে ৬৬ জন মারা গেছে।
তিনি বলেছেন, ‘এটি বিশ্বের দুর্ভাগ্যজনক প্রতিফলন যে, আন্তর্জাতিক সম্প্রদায় এখন শুধুমাত্র মাঙ্কিপক্সের দিকে মনোযোগ দিচ্ছে। কারণ এটি উচ্চ আয়ের দেশগুলোতে দেখা দিয়েছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাঙ্কিপক্সের কৌশলগত বিষয়ক প্রধান রোসামুন্ড লুইস বলেছেন, ‘বাতাসের মাধ্যমে মাঙ্কিপক্সে সংক্রমণের ঝুঁকি সম্পর্কে এখনও পুরোপুরি জানা যায়নি। তবে মাঙ্কিপক্স রোগীদের যতœ নেওয়া স্বাস্থ্যকর্মীদের মাস্ক পরা উচিত।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে

আপডেট সময় : ০৯:১৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশগুলোর বাইরে এ পর্যন্ত এক হাজার জনেরও বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসাস বলেছেন, এই দেশগুলিতে মাঙ্কিপক্সের সংক্রমণের ঝুঁকি বাস্তব, কিন্তু এই সময়ে এটি প্রতিরোধযোগ্য।
গত মে মাসে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব শুরু হয়। এ পর্যন্ত ২৯টি দেশে রোগটি ছড়িয়েছে। তবে এই দেশগুলোতে কোনো মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়নি।
জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে আধানম জানিয়েছেন, আফ্রিকায় চলতি বছর মাঙ্কিপক্সে এক হাজার ৪০০ এর বেশি সন্দেহজনক সংক্রমণ রেকর্ড করা হয়েছে। এই অঞ্চলে মাঙ্কিপক্সে ৬৬ জন মারা গেছে।
তিনি বলেছেন, ‘এটি বিশ্বের দুর্ভাগ্যজনক প্রতিফলন যে, আন্তর্জাতিক সম্প্রদায় এখন শুধুমাত্র মাঙ্কিপক্সের দিকে মনোযোগ দিচ্ছে। কারণ এটি উচ্চ আয়ের দেশগুলোতে দেখা দিয়েছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাঙ্কিপক্সের কৌশলগত বিষয়ক প্রধান রোসামুন্ড লুইস বলেছেন, ‘বাতাসের মাধ্যমে মাঙ্কিপক্সে সংক্রমণের ঝুঁকি সম্পর্কে এখনও পুরোপুরি জানা যায়নি। তবে মাঙ্কিপক্স রোগীদের যতœ নেওয়া স্বাস্থ্যকর্মীদের মাস্ক পরা উচিত।’