ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ০৯ মার্চ ২০২৫

মাগুরার শিশুটির মায়ের সঙ্গে কথা বললেন তারেক, সহযোগিতার আশ্বাস

  • আপডেট সময় : ০৮:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের শিকার’ শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৮ মার্চ) দুপুরে শিশুটির মায়ের সঙ্গে কথা বলে চিকিৎসা ও ঘটনার বিচারের জন্য পাশে থাকার আশ্বাস দেন। নেতাকর্মীদেরও শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি।

সংকটাপন্ন শিশুটিকে এদিন বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে নেওয়া হয়েছে।

এর আগে ঢাকা মেডিকেলে মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলামের (নয়ন) মোবাইল ফোনে শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেসময় শিশুটির মা তারেককে বলেন, তার মেয়ের শরীর ভালো না। রক্ত দেওয়া হচ্ছে।

এরপর তারেক রহমানকে বলতে শোনা যায়, আমাদের ওখানে যেসব নেতাকর্মী আছেন, তাদের আমি বলেছি। বিশেষ করে নয়ন আছে; এছাড়া মাগুরায় আমাদের যেসব নেতাকর্মী আছেন, তাদের বলেছি, তারা (শিশুটির) পাশে থাকবেন, যাতে সে ন্যায়বিচার পায়। শিশুটির সাথে যারা অন্যায় করেছে, তারা যাতে শাস্তি পায়। এর জন্য আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। যাতে দেশের আইন অনুযায়ী আপনারা ন্যায়বিচার পান।

শিশুটির মাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি নয়নকে বলেছি, শিশুটির চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার, সেগুলো যাতে নেওয়া হয়। চিন্তা করবেন না, আমরা আছি, দেশের মানুষ আপনাদের পাশে আছে।

তখন শিশুটির মা কাঁদতে কাঁদতে বলেন, আপনি যদি দেখতেন, আমার ছোট মনিডার সাথে কী করা হইছে। আপনার কাছে আবেদন, আপনি দোয়া করবেন, যাতে আমি আমার মনিডার ফেরত পাই। আর যারা এই কাজ করেছে, তাদের যেন শাস্তি হয়।

পরে ঢাকা মেডিকেলে শিশুটিকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, রফিকুল ইসলাম ও নিপুণ রায় চৌধুরী।

হাসপাতাল থেকে বেরিয়ে সেলিমা রহমান সাংবাদিকদের বলেন, শিশুটির ওপর যে অমানবিক নির্যাতনটা হয়েছে, এটা মানব সভ্যতার সবচেয়ে বড় কলঙ্ক। তার কি বেঁচে থাকার থাকার কোনো অধিকার নেই। আমার এখন প্রশ্ন তাহলে সরকার কী করছে? আপনারা কী করছেন একেকবার একেক ঘটনা ঘটছে।

সব জাস্টিসের নামে এমন করে লুটপাট হচ্ছে, মানুষকে হেনস্তা করা হচ্ছে…আমরা কি সরকার নাই বলব?

বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের সদস্যদের অভিযোগ।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মাহে রমজান রহমতের নবম দিনের দোয়া

মাগুরার শিশুটির মায়ের সঙ্গে কথা বললেন তারেক, সহযোগিতার আশ্বাস

আপডেট সময় : ০৮:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের শিকার’ শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৮ মার্চ) দুপুরে শিশুটির মায়ের সঙ্গে কথা বলে চিকিৎসা ও ঘটনার বিচারের জন্য পাশে থাকার আশ্বাস দেন। নেতাকর্মীদেরও শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি।

সংকটাপন্ন শিশুটিকে এদিন বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে নেওয়া হয়েছে।

এর আগে ঢাকা মেডিকেলে মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলামের (নয়ন) মোবাইল ফোনে শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেসময় শিশুটির মা তারেককে বলেন, তার মেয়ের শরীর ভালো না। রক্ত দেওয়া হচ্ছে।

এরপর তারেক রহমানকে বলতে শোনা যায়, আমাদের ওখানে যেসব নেতাকর্মী আছেন, তাদের আমি বলেছি। বিশেষ করে নয়ন আছে; এছাড়া মাগুরায় আমাদের যেসব নেতাকর্মী আছেন, তাদের বলেছি, তারা (শিশুটির) পাশে থাকবেন, যাতে সে ন্যায়বিচার পায়। শিশুটির সাথে যারা অন্যায় করেছে, তারা যাতে শাস্তি পায়। এর জন্য আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। যাতে দেশের আইন অনুযায়ী আপনারা ন্যায়বিচার পান।

শিশুটির মাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি নয়নকে বলেছি, শিশুটির চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার, সেগুলো যাতে নেওয়া হয়। চিন্তা করবেন না, আমরা আছি, দেশের মানুষ আপনাদের পাশে আছে।

তখন শিশুটির মা কাঁদতে কাঁদতে বলেন, আপনি যদি দেখতেন, আমার ছোট মনিডার সাথে কী করা হইছে। আপনার কাছে আবেদন, আপনি দোয়া করবেন, যাতে আমি আমার মনিডার ফেরত পাই। আর যারা এই কাজ করেছে, তাদের যেন শাস্তি হয়।

পরে ঢাকা মেডিকেলে শিশুটিকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, রফিকুল ইসলাম ও নিপুণ রায় চৌধুরী।

হাসপাতাল থেকে বেরিয়ে সেলিমা রহমান সাংবাদিকদের বলেন, শিশুটির ওপর যে অমানবিক নির্যাতনটা হয়েছে, এটা মানব সভ্যতার সবচেয়ে বড় কলঙ্ক। তার কি বেঁচে থাকার থাকার কোনো অধিকার নেই। আমার এখন প্রশ্ন তাহলে সরকার কী করছে? আপনারা কী করছেন একেকবার একেক ঘটনা ঘটছে।

সব জাস্টিসের নামে এমন করে লুটপাট হচ্ছে, মানুষকে হেনস্তা করা হচ্ছে…আমরা কি সরকার নাই বলব?

বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের সদস্যদের অভিযোগ।