প্রত্যাশা ডেস্ক : ইসলাম ধর্মালম্বীদের পবিত্র মাস রমজানের আজ ২০ তম দিবস। ১৪৪৬ হিজরী সালের রমজানের দ্বিতীয় দশকের দশম দিন (২০ রমজান) আজ শুক্রবার। একইসঙ্গে মাগফিরাতের দশকের শেষ দিন। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) রমজান মাসে এই দোয়া পড়তেন। যা ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে রয়েছে। যেটির বাংলা অর্থ হলো- হে আল্লাহ! এ দিনে আমার জন্যে বেহেশতের দরজাগুলো খুলে দাও এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। আমাকে কোরআন তেলাওয়াতের তৌফিক দান কর।
হে ঈমানদারদের অন্তরে প্রশান্তি দানকারী। ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা লাভের শেষ সুযোগ আজকের দিন। মুমিন বান্দার সর্বোচ্চ আকাঙ্খা জান্নাত লাভ এবং অন্তরে প্রশান্তি লাভের জন্য দোয়াটির বাংলা উচ্চারণ তুলে ধরা হলো- উচ্চারণ : আল্লাহুম্মাফ তাহলি ফিহি আবওয়াবাল ঝিনান; ওয়া আগ্লিক্ব আ’ন্নি ফিহি আবওয়াবান নিরান; ওয়া ওয়াফ্ফিক্বনি ফিহি লি-তিলাওয়াতিল ক্বুরআন; ইয়া মুনযিলাস সাকিনাতি ফি ক্বুলুবিল মু’মিনিন। আল্লাহ তাআলা মাগফিরাতের দশকের আজকের শেষ দিনে মুসলিম উম্মাহকে ক্ষমা দান করুন। জাহান্নাম থেকে হিফাজত করে জান্নাত নসিব করুন। অন্তরে প্রশান্তি লাভ করার তাওফিক দান করুন। আমিন।