ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

মাখোঁর কাছে যে অভিযোগ করলেন পুতিন

  • আপডেট সময় : ০১:১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ইউক্রেনের নিরাপত্তা বাহিনী যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে ফোনালাপে এমন অভিযোগ করেন তিনি। চলমান সংঘাত অবসানে সম্ভাব্য চুক্তি নিয়েও কথা বলেছেন দুই নেতা। ক্রেমলিন ও এলিসি প্রাসাদের বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
গত শুক্রবার ১ ঘণ্টা ১০ মিনিট ধরে ফোনে কথা বলেন মাখোঁ ও পুতিন। এ সময় দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর মারিউপোলের পরিণতি নিয়ে ‘চরম উদ্বেগ’ প্রকাশ করেন তিনি। এ শহরে সম্প্রতি বোমা হামলা বেড়েছে।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় (এলিসি প্রাসাদ) বলেছে, শহরটি থেকে অবরোধ তুলে নিয়ে সেখানে মানবিক সুবিধা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন মাখোঁ। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য দৃঢ় ও যথাযথ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, এমানুয়েল মাখোঁ উদ্বেগ প্রকাশের পর তাঁকে আশ্বস্ত করেন পুতিন। তিনি বলেন, ‘বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়া রুশ সশস্ত্র বাহিনী বেসামরিকদের জীবনের সুরক্ষায় সাধ্যমতো সবকিছু করছে। তাদের নিরাপদে সরিয়ে নিতে মানবিক করিডর স্থাপন করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনী প্রতিদিন যে অগণিত যুদ্ধাপরাধ চালাচ্ছে, বিশেষ করে দনবাসের শহরগুলোতে যেভাবে রকেট ও গোলা হামলা হচ্ছে, সেগুলো নিয়ে মাখোঁর কাছে উদ্বেগ প্রকাশ করেন পুতিন।’ দনবাস হলো রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল। সংঘাত নিরসনে মস্কো ও কিয়েভের মধ্যকার আলোচনা নিয়েও কথা বলেছেন দুই নেতা। কীভাবে দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছাতে পারবে, তা নিয়েও আলাপ হয়েছে তাঁদের। তবে এ ব্যাপারে ক্রেমলিনের বিবৃতিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন সৌরভ গাঙ্গুলী

মাখোঁর কাছে যে অভিযোগ করলেন পুতিন

আপডেট সময় : ০১:১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২

প্রত্যাশা ডেস্ক : ইউক্রেনের নিরাপত্তা বাহিনী যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে ফোনালাপে এমন অভিযোগ করেন তিনি। চলমান সংঘাত অবসানে সম্ভাব্য চুক্তি নিয়েও কথা বলেছেন দুই নেতা। ক্রেমলিন ও এলিসি প্রাসাদের বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
গত শুক্রবার ১ ঘণ্টা ১০ মিনিট ধরে ফোনে কথা বলেন মাখোঁ ও পুতিন। এ সময় দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর মারিউপোলের পরিণতি নিয়ে ‘চরম উদ্বেগ’ প্রকাশ করেন তিনি। এ শহরে সম্প্রতি বোমা হামলা বেড়েছে।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় (এলিসি প্রাসাদ) বলেছে, শহরটি থেকে অবরোধ তুলে নিয়ে সেখানে মানবিক সুবিধা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন মাখোঁ। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য দৃঢ় ও যথাযথ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, এমানুয়েল মাখোঁ উদ্বেগ প্রকাশের পর তাঁকে আশ্বস্ত করেন পুতিন। তিনি বলেন, ‘বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়া রুশ সশস্ত্র বাহিনী বেসামরিকদের জীবনের সুরক্ষায় সাধ্যমতো সবকিছু করছে। তাদের নিরাপদে সরিয়ে নিতে মানবিক করিডর স্থাপন করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনী প্রতিদিন যে অগণিত যুদ্ধাপরাধ চালাচ্ছে, বিশেষ করে দনবাসের শহরগুলোতে যেভাবে রকেট ও গোলা হামলা হচ্ছে, সেগুলো নিয়ে মাখোঁর কাছে উদ্বেগ প্রকাশ করেন পুতিন।’ দনবাস হলো রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল। সংঘাত নিরসনে মস্কো ও কিয়েভের মধ্যকার আলোচনা নিয়েও কথা বলেছেন দুই নেতা। কীভাবে দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছাতে পারবে, তা নিয়েও আলাপ হয়েছে তাঁদের। তবে এ ব্যাপারে ক্রেমলিনের বিবৃতিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।