ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

মাওলানা মামুনুল হকের রিমান্ড শুনানির দিন ধার্য

  • আপডেট সময় : ০১:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মাওলানা মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ ও সহিংসতার ঘটনায় তিনটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে চব্বিশ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৯ মে শ্যোন অ্যারেস্ট ও রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল রোববার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হূমায়ূন কবিরের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান।
এদিন দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলায় দশ দিন এবং সোনারগাঁয়ে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা দুটি মামলায় পৃথকভাবে সাত দিন করে আরও চৌদ্দ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ডের আবেদনের নথিপত্র নারায়ণগঞ্জের আদালত থেকে ঢাকার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেখানে শুনানির পর আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে অবকাশ যাপন করতে গিয়ে স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন মামুনুল হক। এ ঘটনার পর হেফাজত নেতাকর্মী ও সমর্থকরা সেখানে ব্যাপক ভাঙচুর ও তা-ব চালায়। এ ঘটনায় সহিংসতার অভিযোগে সোনারগাঁ থানায় পুলিশ ও ক্ষতিগ্রস্তদের দায়ের করা ছয়টি মামলার মধ্যে দুটি মামলায় প্রধান আসামি করা হয় মামুনুল হককে। এদিকে জান্নাত আরা ঝর্ণা মামুনুল হকের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে সোনারগাঁ থানায় বাদী হয়ে গত ৩০ এপ্রিল আরও একটি মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ ওইদিন ঝর্ণার মেডিকেল পরীক্ষা করালেও এখন পর্যন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মাওলানা মামুনুল হকের রিমান্ড শুনানির দিন ধার্য

আপডেট সময় : ০১:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক : মাওলানা মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ ও সহিংসতার ঘটনায় তিনটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে চব্বিশ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৯ মে শ্যোন অ্যারেস্ট ও রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল রোববার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হূমায়ূন কবিরের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান।
এদিন দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলায় দশ দিন এবং সোনারগাঁয়ে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা দুটি মামলায় পৃথকভাবে সাত দিন করে আরও চৌদ্দ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ডের আবেদনের নথিপত্র নারায়ণগঞ্জের আদালত থেকে ঢাকার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেখানে শুনানির পর আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে অবকাশ যাপন করতে গিয়ে স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন মামুনুল হক। এ ঘটনার পর হেফাজত নেতাকর্মী ও সমর্থকরা সেখানে ব্যাপক ভাঙচুর ও তা-ব চালায়। এ ঘটনায় সহিংসতার অভিযোগে সোনারগাঁ থানায় পুলিশ ও ক্ষতিগ্রস্তদের দায়ের করা ছয়টি মামলার মধ্যে দুটি মামলায় প্রধান আসামি করা হয় মামুনুল হককে। এদিকে জান্নাত আরা ঝর্ণা মামুনুল হকের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে সোনারগাঁ থানায় বাদী হয়ে গত ৩০ এপ্রিল আরও একটি মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ ওইদিন ঝর্ণার মেডিকেল পরীক্ষা করালেও এখন পর্যন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি।