নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।
গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে অধ্যাপক নেহালকে নতুন দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। তিনি অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুকের স্থলাভিষিক্ত হবেন, যিনি গত ১১ জানুয়ারি অবসরে যান। প্রজ্ঞাপনে বলা হয়, এটি একটি চলতি দায়িত্ব এবং এ চলতি দায়িত্বের কারণে অধ্যাপক নেহাল পদোন্নতি দাবি করতে পারবেন না। “সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে এ চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।”
ইংরেজি সাহিত্যের অধ্যাপক নেহাল এর আগে ঢাকা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।
মাউশি মহাপরিচালকের দায়িত্বে অধ্যাপক নেহাল
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ