ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

মাইলস্টোন ট্র্যাজিডিতে ফারুকীর মন্তব্যে চটেছেন মম

  • আপডেট সময় : ০৮:০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: জুলাই বিপ্লবে রাজপথের অন্যতম সারথি অভিনেত্রী জাকিয়া বারী মম। বিজয়ের পর যাকে অন্তর্বর্তী সরকার যুক্ত করেছে চলচ্চিত্র অনুদান কমিটিতেও। অবশ্য অনুদানের প্রথম চালান প্রকাশের পর তুমুল বিতর্কের ভিড়ে হাত তোলেন মম। জানান, তিনি এই অনুদানের দায় নেবেন না। কারণ স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারছিলেন না বলে অনুদান তালিকা চূড়ান্ত করার আগেই অব্যাহতি নিয়েছেন কমিটি থেকে। বেশিদিন আগের নয়, এটা চলতি জুলাইয়ের শুরুর খবর।

সেই মম এই জুলাইয়ের শেষ দিকে এসে আরেকবার হাত তুললেন নির্বিকার জনসমুদ্রে দাঁড়িয়ে। সংস্কৃতি উপদেষ্টা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর একটি মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানালেন প্রকাশ্য ফেসবুকে। তুলে ধরলেন প্রচলিত প্রবাদ- ‘ভূতের মুখে রাম নাম’। প্রবাদেই থামেননি। তিনি ফারুকীকে জবাব দিতে নজির হিসেবে টেনে আনলেন ইউক্রেনের প্রেসিডেন্ট কৌতুক অভিনেতা ভলোদিমির জেলেনস্কিকে।

মম-জেলেনস্কির গল্প শোনার আগে জেনে নেওয়া যাক কেন এতটা চটেছেন অথবা প্রতিবাদে ফুঁসেছেন চুপচাপ মম। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন শিল্পীদের আরো দায়িত্বশীল হওয়ার। তিনি মনে করছেন অনেক শিল্পী মাইলস্টোন ট্র্যাজিডিতে ভুল বার্তা ছড়াচ্ছেন! তার ভাষায়, ‘জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।’

ওই মন্তব্যের জেরে মম পাল্টা জবাব দিয়েছেন মিস্টার সংস্কৃতি উপদেষ্টাকে। তার ভাষায়- ‘‘ক্ষমতা মানুষকে বানায় দানব। শিল্পী যখন ক্ষমতা পায় তখন কী হয়, তা ইউক্রেনের প্রেসিডেন্টকে দেখে বুঝতে পারেন। জেলেনস্কি অভিনেতা থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা নিয়ে। কিন্তু তার দেশের বর্তমান অবস্থা লেজে-গোবরে। আর আমাদের দেশের অবস্থা মাথা-গোবরে। মগজে ঘুরে ‘ড্রোন’, আকাশে ওড়ে টাকা।’’ না না। তখনো থামেননি বিপ্লবী অভিনেত্রী- যেন ক্রোধে ফেটে পড়ছিলেন এই পোস্ট লিখতে লিখতে। শেষ লাইনটায় এর চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি বলেছেন, ‘জাতির আশার ওপর মূত্র বিসর্জনকারী দায়িত্বহীনতা শেখায় দায়িত্বশীলতা। হাহাহা।’ এর সঙ্গে একটি গণমাধ্যমে প্রকাশিত ফারুকীর ফটোকার্ডও যুক্ত করে দেন তিনি!

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মাইলস্টোন ট্র্যাজিডিতে ফারুকীর মন্তব্যে চটেছেন মম

আপডেট সময় : ০৮:০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

বিনোদন ডেস্ক: জুলাই বিপ্লবে রাজপথের অন্যতম সারথি অভিনেত্রী জাকিয়া বারী মম। বিজয়ের পর যাকে অন্তর্বর্তী সরকার যুক্ত করেছে চলচ্চিত্র অনুদান কমিটিতেও। অবশ্য অনুদানের প্রথম চালান প্রকাশের পর তুমুল বিতর্কের ভিড়ে হাত তোলেন মম। জানান, তিনি এই অনুদানের দায় নেবেন না। কারণ স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারছিলেন না বলে অনুদান তালিকা চূড়ান্ত করার আগেই অব্যাহতি নিয়েছেন কমিটি থেকে। বেশিদিন আগের নয়, এটা চলতি জুলাইয়ের শুরুর খবর।

সেই মম এই জুলাইয়ের শেষ দিকে এসে আরেকবার হাত তুললেন নির্বিকার জনসমুদ্রে দাঁড়িয়ে। সংস্কৃতি উপদেষ্টা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর একটি মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানালেন প্রকাশ্য ফেসবুকে। তুলে ধরলেন প্রচলিত প্রবাদ- ‘ভূতের মুখে রাম নাম’। প্রবাদেই থামেননি। তিনি ফারুকীকে জবাব দিতে নজির হিসেবে টেনে আনলেন ইউক্রেনের প্রেসিডেন্ট কৌতুক অভিনেতা ভলোদিমির জেলেনস্কিকে।

মম-জেলেনস্কির গল্প শোনার আগে জেনে নেওয়া যাক কেন এতটা চটেছেন অথবা প্রতিবাদে ফুঁসেছেন চুপচাপ মম। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন শিল্পীদের আরো দায়িত্বশীল হওয়ার। তিনি মনে করছেন অনেক শিল্পী মাইলস্টোন ট্র্যাজিডিতে ভুল বার্তা ছড়াচ্ছেন! তার ভাষায়, ‘জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।’

ওই মন্তব্যের জেরে মম পাল্টা জবাব দিয়েছেন মিস্টার সংস্কৃতি উপদেষ্টাকে। তার ভাষায়- ‘‘ক্ষমতা মানুষকে বানায় দানব। শিল্পী যখন ক্ষমতা পায় তখন কী হয়, তা ইউক্রেনের প্রেসিডেন্টকে দেখে বুঝতে পারেন। জেলেনস্কি অভিনেতা থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা নিয়ে। কিন্তু তার দেশের বর্তমান অবস্থা লেজে-গোবরে। আর আমাদের দেশের অবস্থা মাথা-গোবরে। মগজে ঘুরে ‘ড্রোন’, আকাশে ওড়ে টাকা।’’ না না। তখনো থামেননি বিপ্লবী অভিনেত্রী- যেন ক্রোধে ফেটে পড়ছিলেন এই পোস্ট লিখতে লিখতে। শেষ লাইনটায় এর চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি বলেছেন, ‘জাতির আশার ওপর মূত্র বিসর্জনকারী দায়িত্বহীনতা শেখায় দায়িত্বশীলতা। হাহাহা।’ এর সঙ্গে একটি গণমাধ্যমে প্রকাশিত ফারুকীর ফটোকার্ডও যুক্ত করে দেন তিনি!

আজকের প্রত্যাশা/কেএমএএ