ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

মাইলস্টোন অধ্যক্ষকে মিডিয়ায় আসার অনুরোধ বারিশার

  • আপডেট সময় : ০৮:০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: আমরা মাইলস্টোন স্কুলের এক্স স্টুডেন্টরা দিয়াবাড়ি ক্যাম্পাস থেকে ফিরে এসেছি, আমাদের ঢুকতে দেওয়া হয় নাই- এমনই অভিযোগ করলেন মডেল ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার বারিশা হক। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এই অভিযোগ করেছেন তিনি। তবে নেটিজেনরা তার অভিযোগকে অভিযোগ হিসেবে না ধরে তাকেই দোষারোপ করছেন। তারা বলছেন- ‘আপনি এই সময়ে কেন গিয়েছেন? এখন সেখানে না যাওয়াই ভালো। ’

বারিশা বলেন, ‘সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বহিরাগত কাউকেই সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা যেহেতু মাইলস্টোনের এক্স স্টুডেন্ট। আমাদের যেহেতু আইডি নম্বর আছে, সেহেতু আমরা টিচারদের সঙ্গে কথা বলেই আমরা যাওয়ার পরিকল্পনা করি। মাইলস্টোনের প্রিন্সিপাল স্যার নূর নবী স্যার, আমরা মূলত তার সঙ্গেই দেখা করতে চেয়েছি। কেননা বাইরে, সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অনেক ভুল তথ্য, মিথ্যা তথ্য আসছে।’ তিনি অধ্যক্ষকে উদ্দেশ করে বলেন, ‘প্রিন্সিপাল স্যার আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন কিংবা আপনার পরিবারের কেউ দেখেন- আমি বলতে চাই আমরা এক্স স্টুডেন্টরা আপনার সঙ্গে যেভাবেই হোক দেখা করতে চাই। আপনি আমাদের সামনে আসেন, মিডিয়ার সামনে আসেন কিংবা প্রেসের সামনে আসেন। আপনি মাইলস্টোনের পক্ষ থেকে কিছু বলেন। আমরা এক্স স্টুডেন্টস, আমাদের কিছু দাবি আছে।’

বারিশা বলেন, ‘আমি মাইলস্টোনে সেভেন পর্যন্ত পড়েছি। আমার হাজবেন্ড সে এসএসসি, এইচএসসি পর্যন্ত পড়েছে। আমি মনে করি এই সিচুয়েশনে আমাদের এক্স স্টুডেন্টদের কিছু দায়িত্ব আছে। আমাদের আরো কিছু পরিকল্পনা আছে যেগুলো ভবিষ্যতে করতে চাই। সেগুলো এখন বলছি না। তবে আমি চাই স্যার, আপনি প্রেসের সামনে আসেন; মিডিয়ার সামনে আসেন।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বার্ন ইউনিটে ৩৩ জন ভর্তি, ৩ জনের অবস্থা সংকটাপন্ন

মাইলস্টোন অধ্যক্ষকে মিডিয়ায় আসার অনুরোধ বারিশার

আপডেট সময় : ০৮:০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

বিনোদন ডেস্ক: আমরা মাইলস্টোন স্কুলের এক্স স্টুডেন্টরা দিয়াবাড়ি ক্যাম্পাস থেকে ফিরে এসেছি, আমাদের ঢুকতে দেওয়া হয় নাই- এমনই অভিযোগ করলেন মডেল ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার বারিশা হক। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এই অভিযোগ করেছেন তিনি। তবে নেটিজেনরা তার অভিযোগকে অভিযোগ হিসেবে না ধরে তাকেই দোষারোপ করছেন। তারা বলছেন- ‘আপনি এই সময়ে কেন গিয়েছেন? এখন সেখানে না যাওয়াই ভালো। ’

বারিশা বলেন, ‘সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বহিরাগত কাউকেই সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা যেহেতু মাইলস্টোনের এক্স স্টুডেন্ট। আমাদের যেহেতু আইডি নম্বর আছে, সেহেতু আমরা টিচারদের সঙ্গে কথা বলেই আমরা যাওয়ার পরিকল্পনা করি। মাইলস্টোনের প্রিন্সিপাল স্যার নূর নবী স্যার, আমরা মূলত তার সঙ্গেই দেখা করতে চেয়েছি। কেননা বাইরে, সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অনেক ভুল তথ্য, মিথ্যা তথ্য আসছে।’ তিনি অধ্যক্ষকে উদ্দেশ করে বলেন, ‘প্রিন্সিপাল স্যার আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন কিংবা আপনার পরিবারের কেউ দেখেন- আমি বলতে চাই আমরা এক্স স্টুডেন্টরা আপনার সঙ্গে যেভাবেই হোক দেখা করতে চাই। আপনি আমাদের সামনে আসেন, মিডিয়ার সামনে আসেন কিংবা প্রেসের সামনে আসেন। আপনি মাইলস্টোনের পক্ষ থেকে কিছু বলেন। আমরা এক্স স্টুডেন্টস, আমাদের কিছু দাবি আছে।’

বারিশা বলেন, ‘আমি মাইলস্টোনে সেভেন পর্যন্ত পড়েছি। আমার হাজবেন্ড সে এসএসসি, এইচএসসি পর্যন্ত পড়েছে। আমি মনে করি এই সিচুয়েশনে আমাদের এক্স স্টুডেন্টদের কিছু দায়িত্ব আছে। আমাদের আরো কিছু পরিকল্পনা আছে যেগুলো ভবিষ্যতে করতে চাই। সেগুলো এখন বলছি না। তবে আমি চাই স্যার, আপনি প্রেসের সামনে আসেন; মিডিয়ার সামনে আসেন।’