রংপুর সংবাদদাতা : কঠোর বিধিনিষেধের মধ্যে আজ রোববার (১ আগস্ট) থেকে কাজে যোগ দিতে গণপরিবহন না পেয়ে রংপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রংপুর নগরীর মডার্ন মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আশ্বস্ত করলে সড়ক ছেড়ে দেন। শ্রমিকরা অভিযোগ করে বলেন, কারখানা খুলে দিলেও আমরা কীভাবে সেখানে যাব তার কথা কেউ ভাবছে না। অথচ সময় মতো কারখানায় উপস্থিত হতে না পারলে মালিক তাদের চাকরিতে রাখবেন না। রংপুর মহানগর পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (দক্ষিণ) বেলাল হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।