ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ

  • আপডেট সময় : ০১:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ সংবাদদাতা : ঈদের ছুটি শেষে সিরাজগঞ্জ মহাসড়কে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এই সড়ক ব্যবহার করে কর্মস্থলে ফিরছে উত্তরবঙ্গের ২২ জেলার মানুষ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ মহাসড়কের সয়দাবাদ, কড্ডার মোড় ও হাটিকুমরুল গোলচত্বর ঘুরে দেখা যায়, শতশত যাত্রী বাসের অপেক্ষায় সড়কের পাশে দাড়িয়ে আছেন। কেউ কেউ আবার ব্যক্তিগত গাড়ি করে ঢাকার অভিমুখে যাত্রা করছেন। একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা যেতে তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। এর পাশাপাশি বাসে যাত্রীর চাপ থাকায় ঠিকমতো সিট পাওয়া যাচ্ছে না। কড্ডার মোড় এলাকায় এসআই পরিবহনের কাউন্টারে আবু সুফিয়ান নামে এক যাত্রী বলেন, ঈদ করে ছুটি শেষে পরিবার নিয়ে ঢাকায় যাচ্ছি। ঈদের কারণে বাসের টিকিটের মূল্য ১৫০ টাকা বাড়তি দিতে হয়েছে। যা ঈদের আগেও পাওয়া যেত ৩০০ টাকায় এখন সেই টিকিটের মূল দিতে হচ্ছে ৪৫০ টাকা। তবুও আমি টিকিট পেয়েছি। অনেকেই টিকিট না পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। একই স্থানে মনিরুজ্জামান নামে আরেক যাত্রী বলেন, দুই ঘণ্টা বসেছিলাম একটা টিকিটের আশায়। যাত্রীর চাপ থাকায় টিকিট পাইনি। ঢাকায় আজই ফিরতে হবে। তাই সিদ্ধান্ত নিলাম লোকাল বাসেই যাত্রা করবো। এসআই পরিবহনের ওই কাউন্টারের স্টাফ আফজাল হোসেন বলেন, ঈদে যাত্রীদের চাপ বেশি থাকে। সিটিং সার্ভিস হওয়ায় সব পরিবহনের সঙ্গে আমাদের বাসের টিকিটের মূল্যও একটু বেশি রাখা হচ্ছে। এদিকে, জেলা ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক সালেকুজ্জামান খাঁন সালেক বলেন, ঈদের ছুটি শেষ হওয়ায় সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যাত্রীরও চাপ রয়েছে। তবে কোথাও কোনো যানজট নেই। মহাসড়কে যাতে যানজট না হয় সেদিকে সার্বিক দৃষ্টি রাখছি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ

আপডেট সময় : ০১:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২

সিরাজগঞ্জ সংবাদদাতা : ঈদের ছুটি শেষে সিরাজগঞ্জ মহাসড়কে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এই সড়ক ব্যবহার করে কর্মস্থলে ফিরছে উত্তরবঙ্গের ২২ জেলার মানুষ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ মহাসড়কের সয়দাবাদ, কড্ডার মোড় ও হাটিকুমরুল গোলচত্বর ঘুরে দেখা যায়, শতশত যাত্রী বাসের অপেক্ষায় সড়কের পাশে দাড়িয়ে আছেন। কেউ কেউ আবার ব্যক্তিগত গাড়ি করে ঢাকার অভিমুখে যাত্রা করছেন। একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা যেতে তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। এর পাশাপাশি বাসে যাত্রীর চাপ থাকায় ঠিকমতো সিট পাওয়া যাচ্ছে না। কড্ডার মোড় এলাকায় এসআই পরিবহনের কাউন্টারে আবু সুফিয়ান নামে এক যাত্রী বলেন, ঈদ করে ছুটি শেষে পরিবার নিয়ে ঢাকায় যাচ্ছি। ঈদের কারণে বাসের টিকিটের মূল্য ১৫০ টাকা বাড়তি দিতে হয়েছে। যা ঈদের আগেও পাওয়া যেত ৩০০ টাকায় এখন সেই টিকিটের মূল দিতে হচ্ছে ৪৫০ টাকা। তবুও আমি টিকিট পেয়েছি। অনেকেই টিকিট না পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। একই স্থানে মনিরুজ্জামান নামে আরেক যাত্রী বলেন, দুই ঘণ্টা বসেছিলাম একটা টিকিটের আশায়। যাত্রীর চাপ থাকায় টিকিট পাইনি। ঢাকায় আজই ফিরতে হবে। তাই সিদ্ধান্ত নিলাম লোকাল বাসেই যাত্রা করবো। এসআই পরিবহনের ওই কাউন্টারের স্টাফ আফজাল হোসেন বলেন, ঈদে যাত্রীদের চাপ বেশি থাকে। সিটিং সার্ভিস হওয়ায় সব পরিবহনের সঙ্গে আমাদের বাসের টিকিটের মূল্যও একটু বেশি রাখা হচ্ছে। এদিকে, জেলা ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক সালেকুজ্জামান খাঁন সালেক বলেন, ঈদের ছুটি শেষ হওয়ায় সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যাত্রীরও চাপ রয়েছে। তবে কোথাও কোনো যানজট নেই। মহাসড়কে যাতে যানজট না হয় সেদিকে সার্বিক দৃষ্টি রাখছি।