নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের এক দফা আন্দোলনের মহাসমাবেশ সফল করতে যৌথ সভা ডেকেছে বিএনপি। আজ রোববার (২২ অক্টোবর) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে সভাপতিত্ব করবেন।