ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

মহারাষ্ট্রে বহুতল ভবন ধসে নিহত ৭

  • আপডেট সময় : ১১:১৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • ১৭৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় পাঁচতলা একটি ভবনের কিছু অংশ ধসে সাত জন নিহত হয়েছে।
থানে জেলার উলহাসনগর শহরের নেহরু চকে গত শুক্রবার রাতে ওই ভবনটি ধসে পড়ে বলে জানায় এনডিটিভি। রাতেই ভবনের ধ্বংসস্তুপের নিচ থেকে ছয়টি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছিলেন উদ্ধারকর্মীরা। তখন বলেছিলেন, আরা চার/পাঁচজন ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে আছেন। মধ্যরাতের পর আরো একটি মৃতদেহ উদ্ধারের কথা জানান তারা।
থানে পৌর কর্পোরেশনের আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান সন্তোষ কদম বলেন, ‘‘ধ্বংসস্তুপ থেকে তিনজন নারী, তিনজন পুরুষ এবং এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
‘‘মৃহদেহগুলো ভবনে বসবাস করা দুইটি পরিবারের। ২৬ বছরের পুরাতন ভবনটিতে ২৯টি ফ্ল্যাট ছিল।” ভবন ধসের বিবরণ দিতে গিয়ে তিনি আরো বলেন, ‘‘শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে পাঁচ তলা ভবনের সব তলার ড্রইংরুমের স্লাব একটির উপর আরেকটি ধসে পড়ে। খবর পেয়েই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।
‘‘মধ্যরাতের পর সেখানে উদ্ধার কাজ শেষ হয়।” রাজ্য সরকার থেকে নিহত প্রতিজনের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মহারাষ্ট্রে বহুতল ভবন ধসে নিহত ৭

আপডেট সময় : ১১:১৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১

আন্তর্জাতিক ডেস্ক ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় পাঁচতলা একটি ভবনের কিছু অংশ ধসে সাত জন নিহত হয়েছে।
থানে জেলার উলহাসনগর শহরের নেহরু চকে গত শুক্রবার রাতে ওই ভবনটি ধসে পড়ে বলে জানায় এনডিটিভি। রাতেই ভবনের ধ্বংসস্তুপের নিচ থেকে ছয়টি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছিলেন উদ্ধারকর্মীরা। তখন বলেছিলেন, আরা চার/পাঁচজন ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে আছেন। মধ্যরাতের পর আরো একটি মৃতদেহ উদ্ধারের কথা জানান তারা।
থানে পৌর কর্পোরেশনের আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান সন্তোষ কদম বলেন, ‘‘ধ্বংসস্তুপ থেকে তিনজন নারী, তিনজন পুরুষ এবং এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
‘‘মৃহদেহগুলো ভবনে বসবাস করা দুইটি পরিবারের। ২৬ বছরের পুরাতন ভবনটিতে ২৯টি ফ্ল্যাট ছিল।” ভবন ধসের বিবরণ দিতে গিয়ে তিনি আরো বলেন, ‘‘শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে পাঁচ তলা ভবনের সব তলার ড্রইংরুমের স্লাব একটির উপর আরেকটি ধসে পড়ে। খবর পেয়েই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।
‘‘মধ্যরাতের পর সেখানে উদ্ধার কাজ শেষ হয়।” রাজ্য সরকার থেকে নিহত প্রতিজনের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে।