ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

‘মহাভারত’ নিয়ে ছবি বানাবেন আমির খান

  • আপডেট সময় : ০৬:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: আমির খানকে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলা হয়। নিজের অভিনয় দক্ষতায় গত পাঁচ দশকের বেশি সময় ধরে সকলের মন জয় করছেন তিনি। বহুদিন ধরেই পৌরাণিক মহাকাব্য মহাভারত নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা করছেন আমির। এটা তার স্বপ্নের প্রোজেক্ট। সম্প্রতি এবিষয়ে কথা বলেছেন তিনি। চলতি বছরেই কাজ শুরু করবেন বলে জানিয়েছেন অভিনেতা। একটি নয়, বেশ কয়েকটি অংশে মহাভারত তৈরি করবেন আমির। শুধু তাই নয়, ছবিটিতে কাজ করবেন বেশ কয়েকজন পরিচালক। আমির এই মুহূর্তে ব্যস্ত তার আসন্ন ছবি ‘সিতারে জমিন পর’-র শ্যুটিং করছেন। তবে মহাভারতের কাজ শুরু করতে দেরি করতে চান না তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে আমির বলেন, ‘আমি সবসময় ভাল গল্প বলায় বিশ্বাসী। আমার স্বপ্ন হল মানুষের হৃদয় ছুঁয়ে যায় এমন গল্প বলা। আমি এই বছর মহাভারত নিয়ে কাজ শুরু করতে চাই।

এখন পর্যন্ত এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। আশা করি এই বছর শুরু করতে পারব। তবে সময় লাগবে, কারণ স্ক্রিপ্ট লিখতে কয়েক বছর সময় লাগবে।’ মহাভারতের কোন চরিত্রে অভিনয় করবেন আমির খান? এই প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, তিনি প্রযোজক হিসাবেই থাকবেন এই মুহূর্তে। তবে অভিনয় করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। প্রতিটি চরিত্রের জন্য সেরা অভিনেতাদের নেওয়া হবে। তাই এই মুহূর্তে নিজেকে শুধু প্রযোজক হিসেবেই দেখছেন আমির। আমিরের কথায়, ‘আমার মনে হয় না মহাভারতের মতো গল্প একটি ছবিতে বলা যাবে। এটি অনেক ছবিতে নির্মিত হবে। এত তাড়াতাড়ি কিছু বলা মুশকিল। তবে যদি আমাদের এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়, তবে আমাদের সম্ভবত একাধিক পরিচালকের প্রয়োজন হবে।’ শেষে বলেন, ‘আমরা যদি সিক্যুয়েল বানাই, সেটাতে অনেক সময় লাগবে। যেমন ‘দ্য লর্ড অফ দ্য রিংস’-এ করা হয়েছিল। ওরা একই সঙ্গে তিনটি অংশের শ্যুটিং করেছিল। সেক্ষেত্রে আমাদেরও একাধিক পরিচালক থাকতে হবে।’

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘মহাভারত’ নিয়ে ছবি বানাবেন আমির খান

আপডেট সময় : ০৬:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

বিনোদন ডেস্ক: আমির খানকে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলা হয়। নিজের অভিনয় দক্ষতায় গত পাঁচ দশকের বেশি সময় ধরে সকলের মন জয় করছেন তিনি। বহুদিন ধরেই পৌরাণিক মহাকাব্য মহাভারত নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা করছেন আমির। এটা তার স্বপ্নের প্রোজেক্ট। সম্প্রতি এবিষয়ে কথা বলেছেন তিনি। চলতি বছরেই কাজ শুরু করবেন বলে জানিয়েছেন অভিনেতা। একটি নয়, বেশ কয়েকটি অংশে মহাভারত তৈরি করবেন আমির। শুধু তাই নয়, ছবিটিতে কাজ করবেন বেশ কয়েকজন পরিচালক। আমির এই মুহূর্তে ব্যস্ত তার আসন্ন ছবি ‘সিতারে জমিন পর’-র শ্যুটিং করছেন। তবে মহাভারতের কাজ শুরু করতে দেরি করতে চান না তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে আমির বলেন, ‘আমি সবসময় ভাল গল্প বলায় বিশ্বাসী। আমার স্বপ্ন হল মানুষের হৃদয় ছুঁয়ে যায় এমন গল্প বলা। আমি এই বছর মহাভারত নিয়ে কাজ শুরু করতে চাই।

এখন পর্যন্ত এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। আশা করি এই বছর শুরু করতে পারব। তবে সময় লাগবে, কারণ স্ক্রিপ্ট লিখতে কয়েক বছর সময় লাগবে।’ মহাভারতের কোন চরিত্রে অভিনয় করবেন আমির খান? এই প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, তিনি প্রযোজক হিসাবেই থাকবেন এই মুহূর্তে। তবে অভিনয় করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। প্রতিটি চরিত্রের জন্য সেরা অভিনেতাদের নেওয়া হবে। তাই এই মুহূর্তে নিজেকে শুধু প্রযোজক হিসেবেই দেখছেন আমির। আমিরের কথায়, ‘আমার মনে হয় না মহাভারতের মতো গল্প একটি ছবিতে বলা যাবে। এটি অনেক ছবিতে নির্মিত হবে। এত তাড়াতাড়ি কিছু বলা মুশকিল। তবে যদি আমাদের এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়, তবে আমাদের সম্ভবত একাধিক পরিচালকের প্রয়োজন হবে।’ শেষে বলেন, ‘আমরা যদি সিক্যুয়েল বানাই, সেটাতে অনেক সময় লাগবে। যেমন ‘দ্য লর্ড অফ দ্য রিংস’-এ করা হয়েছিল। ওরা একই সঙ্গে তিনটি অংশের শ্যুটিং করেছিল। সেক্ষেত্রে আমাদেরও একাধিক পরিচালক থাকতে হবে।’