ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

মহানবীর (সা) ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট দুর্ঘটনায় নিহত

  • আপডেট সময় : ১১:৩৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • ১৩১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : মহানবীর (সা) ব্যঙ্গচিত্র আঁকার পর থেকে পুলিশি নিরাপত্তার অধীনেই জীবনযাপন করে আসছিলেন ৭৫ বছর বয়সী লারস ভিল্কস। মহানবী হযরত মোহাম্মদ (সা) এর ব্যঙ্গচিত্র অংকনকারী কার্টুনিস্ট এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সুইডিশ এই কার্টুনিস্টের নাম লারস ভিল্কস। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, পুলিশের গাড়িতে করে ভ্রমণের সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কার্টুনিস্ট লারস ভিল্কস নিহত হন। দুর্ঘটনায় দু’জন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন দুর্ঘটনাকবলিত ট্রাকের ড্রাইভারও।
মহানবী হযরত মোহাম্মদ (সা) এর ব্যঙ্গচিত্র আঁকার পর থেকেই প্রাণনাশের হুমকিতে ছিলেন ৭৫ বছর বয়সী লারস ভিল্কস। এরপর থেকেই পুলিশি নিরাপত্তার অধীনেই জীবনযাপন করে আসছিলেন তিনি। মহানবীর ব্যঙ্গচিত্র আঁকার পর তিনি বিশ্বজুড়ে নিন্দিত ও সমালোচিত হন।
বিবিসি জানিয়েছে, লারস ভিল্কসের আঁকা মহানবীর (সা) ব্যঙ্গচিত্রটি ২০০৭ সালে প্রকাশিত হয়। এরপর বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। এর বছরখানেক আগে একটি ড্যানিশ পত্রিকাতেও মহানবী হযরত মোহাম্মদ (সা) এর একটি ব্যঙ্গচিত্র ছাপা হয়েছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মহানবীর (সা) ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট দুর্ঘটনায় নিহত

আপডেট সময় : ১১:৩৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মহানবীর (সা) ব্যঙ্গচিত্র আঁকার পর থেকে পুলিশি নিরাপত্তার অধীনেই জীবনযাপন করে আসছিলেন ৭৫ বছর বয়সী লারস ভিল্কস। মহানবী হযরত মোহাম্মদ (সা) এর ব্যঙ্গচিত্র অংকনকারী কার্টুনিস্ট এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সুইডিশ এই কার্টুনিস্টের নাম লারস ভিল্কস। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, পুলিশের গাড়িতে করে ভ্রমণের সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কার্টুনিস্ট লারস ভিল্কস নিহত হন। দুর্ঘটনায় দু’জন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন দুর্ঘটনাকবলিত ট্রাকের ড্রাইভারও।
মহানবী হযরত মোহাম্মদ (সা) এর ব্যঙ্গচিত্র আঁকার পর থেকেই প্রাণনাশের হুমকিতে ছিলেন ৭৫ বছর বয়সী লারস ভিল্কস। এরপর থেকেই পুলিশি নিরাপত্তার অধীনেই জীবনযাপন করে আসছিলেন তিনি। মহানবীর ব্যঙ্গচিত্র আঁকার পর তিনি বিশ্বজুড়ে নিন্দিত ও সমালোচিত হন।
বিবিসি জানিয়েছে, লারস ভিল্কসের আঁকা মহানবীর (সা) ব্যঙ্গচিত্রটি ২০০৭ সালে প্রকাশিত হয়। এরপর বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। এর বছরখানেক আগে একটি ড্যানিশ পত্রিকাতেও মহানবী হযরত মোহাম্মদ (সা) এর একটি ব্যঙ্গচিত্র ছাপা হয়েছিল।