প্রত্যাশা ডেস্ক : মসজদীদে নববী এবং মহানবী (সা.) এর রওজা মোবারক দেখাশোনাকারী সবচেয়ে বয়স্ক অভিভাবক আগা হাবীব মুহাম্মাদ আল-আফারি বুধবার বিকেলে ইন্তেকাল করেছেন। সৌদি কর্তৃপক্ষ তার মৃত্যুর সংবাদ ঘোষণা করেছে। খবর গাল্ফ টুডের। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আল-আফারি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গত ৪০ বছর ধরে তিনি মহানবীর রওজা মোবারক দেখাশোনা করে আসছিলেন। টুইটারে মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আগা হাবীব মুহাম্মাদ আল-আফারি, মসজিদে নববীর প্রাচীনতম অভিভাবকদের একজন, যাকে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ (সা.)-এর কক্ষের সেবা করার জন্য নির্বাচিত করেছিলেন।’ মাগরিবের নামাজের পর মদিনার মসজিদে নববীতে তার জানাজা অনুষ্ঠিত হয়।