ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মহাকাশ ঘুরে এলেন চার পর্যটক, নতুন দিগন্তের উন্মোচন

  • আপডেট সময় : ১০:১৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : তিনদিনের মহাকাশ সফরের পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন চার সাধারণ পর্যটক। ইন্সপিরেশন ফোর নামে সফল এ মিশনের মধ্য দিয়ে মহাকাশ পর্যটনে নতুন দিগন্ত উন্মোচিত হলো।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টায় ফ্লোরিডা উপকূলে অবতরণ করেন তারা। আটলান্টিক মহাসাগরে আগে থেকেই প্রস্তুত থাকা নৌকায় তীরে নিয়ে আসা হয় তাদের।
প্রথম পূর্ণাঙ্গ বাণিজ্যিক ফ্লাইট নিয়ে গত বুধবার যাত্রা করে ধনকুবের এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স’র রকেট। ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যানের নেতৃত্বে আরও তিন সাধারণ যাত্রী অংশ নেন এই মিশনে। ড্রাগন ক্যাপসুলে চেপে ৫৩৮ কিলোমিটার উচ্চতায় ঘুরে আসেন তারা।
চার পর্যটক ঘণ্টায় ১৭ হাজার পাঁচশ মাইল বেগে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করছেন। এর মধ্যে শুক্রবার তারা পৃথিবীর কক্ষপথ থেকেই জনপ্রিয় হলিউড তারকা টম ক্রুজের সঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন মহাকাশের জীবনযাপনের লাইভ আপডেট।
যাত্রার আগে শখের নভোচারীদের নিতে হয়েছে নানা প্রশিক্ষণ। কেননা, পৃথিবীতে যা অনায়াসেই করা যায়, মহাশূন্যে তা করতে বেশ বেগ পেতে হয়। নাসার মহাকাশচারী মেগান ম্যাকারথার বলেন, তরল দ্রব্যের ক্ষেত্রে একটু বেশিই সতর্ক থাকতে হয়। দ্রুত খেতে গিয়ে কিছুটা পড়ে গেলে তা যেকোনো জায়গায় ছড়িয়ে পড়বে। মহাশূন্যে বিশেষ সতর্ক থাকতে হয়। স্বাভাবিক কাজগুলোই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় সেখানে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সূর্যাস্তের কিছুক্ষণ আগে চার মহাকাশ পর্যটককে নিয়ে মহাকাশ পাড়ি দেয় স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট। পরে স্পেসএক্সের তরফ থেকে টুইটারে জানানো হয়, স্পেসএক্সের চার মহাকাশ পর্যটক এখন মহাকাশে। তিন দিন তারা পৃথিবীকে প্রদক্ষিণও করবেন। পৃথিবীতের ফিরে আসার পর টুইট বার্তায় তাদেরকে স্বাগত জানায় স্পেসএক্স।
এর আগে গত জুলাইয়ে নিজ প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের নভোযানে চেপে মহাশূন্য সফরে যান ধনকুবের রিচার্ড ব্র্যানসন। সফরসঙ্গী ছিলেন ৫ যাত্রী। ৯ দিন পর ব্লু অরিজিনের নিউ শেফার্ডে চেপে মহাকাশে ঘুরে আসেন শীর্ষ ধনী জেফ বেজোস। ভাই মার্ক বেজোসসহ সাথে ছিলেন আরও দুজন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মহাকাশ ঘুরে এলেন চার পর্যটক, নতুন দিগন্তের উন্মোচন

আপডেট সময় : ১০:১৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

প্রযুক্তি ডেস্ক : তিনদিনের মহাকাশ সফরের পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন চার সাধারণ পর্যটক। ইন্সপিরেশন ফোর নামে সফল এ মিশনের মধ্য দিয়ে মহাকাশ পর্যটনে নতুন দিগন্ত উন্মোচিত হলো।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টায় ফ্লোরিডা উপকূলে অবতরণ করেন তারা। আটলান্টিক মহাসাগরে আগে থেকেই প্রস্তুত থাকা নৌকায় তীরে নিয়ে আসা হয় তাদের।
প্রথম পূর্ণাঙ্গ বাণিজ্যিক ফ্লাইট নিয়ে গত বুধবার যাত্রা করে ধনকুবের এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স’র রকেট। ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যানের নেতৃত্বে আরও তিন সাধারণ যাত্রী অংশ নেন এই মিশনে। ড্রাগন ক্যাপসুলে চেপে ৫৩৮ কিলোমিটার উচ্চতায় ঘুরে আসেন তারা।
চার পর্যটক ঘণ্টায় ১৭ হাজার পাঁচশ মাইল বেগে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করছেন। এর মধ্যে শুক্রবার তারা পৃথিবীর কক্ষপথ থেকেই জনপ্রিয় হলিউড তারকা টম ক্রুজের সঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন মহাকাশের জীবনযাপনের লাইভ আপডেট।
যাত্রার আগে শখের নভোচারীদের নিতে হয়েছে নানা প্রশিক্ষণ। কেননা, পৃথিবীতে যা অনায়াসেই করা যায়, মহাশূন্যে তা করতে বেশ বেগ পেতে হয়। নাসার মহাকাশচারী মেগান ম্যাকারথার বলেন, তরল দ্রব্যের ক্ষেত্রে একটু বেশিই সতর্ক থাকতে হয়। দ্রুত খেতে গিয়ে কিছুটা পড়ে গেলে তা যেকোনো জায়গায় ছড়িয়ে পড়বে। মহাশূন্যে বিশেষ সতর্ক থাকতে হয়। স্বাভাবিক কাজগুলোই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় সেখানে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সূর্যাস্তের কিছুক্ষণ আগে চার মহাকাশ পর্যটককে নিয়ে মহাকাশ পাড়ি দেয় স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট। পরে স্পেসএক্সের তরফ থেকে টুইটারে জানানো হয়, স্পেসএক্সের চার মহাকাশ পর্যটক এখন মহাকাশে। তিন দিন তারা পৃথিবীকে প্রদক্ষিণও করবেন। পৃথিবীতের ফিরে আসার পর টুইট বার্তায় তাদেরকে স্বাগত জানায় স্পেসএক্স।
এর আগে গত জুলাইয়ে নিজ প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের নভোযানে চেপে মহাশূন্য সফরে যান ধনকুবের রিচার্ড ব্র্যানসন। সফরসঙ্গী ছিলেন ৫ যাত্রী। ৯ দিন পর ব্লু অরিজিনের নিউ শেফার্ডে চেপে মহাকাশে ঘুরে আসেন শীর্ষ ধনী জেফ বেজোস। ভাই মার্ক বেজোসসহ সাথে ছিলেন আরও দুজন।