ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

মহাকাশে কার্গো বিমান পাঠালো চীন

  • আপডেট সময় : ০১:০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
  • ১০৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : চীনের মুকুটে নয়াপালক। মহাকাশে এই প্রথম কার্গো বিমান পাঠালো দেশটি। সম্প্রতি মহাকাশে সফলভাবে তিয়ানজু -২ নামে একটি স্বয়ংক্রিয় কার্গো সাপ্লাই বিমান পাঠিয়েছে। আগামী দিনে মহাকাশচারীদের পাঠানোর ক্ষেত্রে স্বয়ংক্রিয় এই কার্গো বিমান সাহায্য করবে বলে দাবি করেছে চীন।
অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই স্বয়ংক্রিয় বিমান মহাকাশ কক্ষপথ মেনেই চলাচল করবে। তিয়ানজু -২ মহাকাশযানটি সাতটি রকেট বহন করতে সক্ষম। দক্ষিণ চীনের ওয়েংচং স্পেস লঞ্চ কেন্দ্র থেকে এটি উৎপেক্ষণ করা হয়েছে। চীন ম্যানডেড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের তরফে জানানো হয়েছে, তিয়ানজু -২ বা চীনের ‘হ্যাভেনলি ভেসেল’ দেশটির দক্ষিণ অংশের ওয়েংচং স্পেস লঞ্চিং সেন্টার থেকে ৭টি রকেট নিয়ে উড়েছে ৷
তিয়ানজু -২ হল চীনের দ্বিতীয় মিশন৷ তবে চীনের স্বয়ংক্রিয় মহাকাশযান তৈরির উদ্যোগ এটাই প্রথম ৷ দিন কয়েক আগেই মঙ্গল গ্রহে সফলভাবে নেমেছে চিনের ঝুরং রোভার। লাল গ্রহের বায়ুম-লের বাধা পেরিয়ে প্যারাস্যুটের মাধ্যমে ইউটোপিয়া প্ল্যানিশিয়া লাভাভূমিতে নেমেছে। চীনের ঝুরং রোভার মঙ্গল গ্রহ ঘুরে তথ্য সংগ্রহের পাশাপাশি ছবি সংগ্রহ করছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মহাকাশে কার্গো বিমান পাঠালো চীন

আপডেট সময় : ০১:০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১

প্রত্যাশা ডেস্ক : চীনের মুকুটে নয়াপালক। মহাকাশে এই প্রথম কার্গো বিমান পাঠালো দেশটি। সম্প্রতি মহাকাশে সফলভাবে তিয়ানজু -২ নামে একটি স্বয়ংক্রিয় কার্গো সাপ্লাই বিমান পাঠিয়েছে। আগামী দিনে মহাকাশচারীদের পাঠানোর ক্ষেত্রে স্বয়ংক্রিয় এই কার্গো বিমান সাহায্য করবে বলে দাবি করেছে চীন।
অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই স্বয়ংক্রিয় বিমান মহাকাশ কক্ষপথ মেনেই চলাচল করবে। তিয়ানজু -২ মহাকাশযানটি সাতটি রকেট বহন করতে সক্ষম। দক্ষিণ চীনের ওয়েংচং স্পেস লঞ্চ কেন্দ্র থেকে এটি উৎপেক্ষণ করা হয়েছে। চীন ম্যানডেড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের তরফে জানানো হয়েছে, তিয়ানজু -২ বা চীনের ‘হ্যাভেনলি ভেসেল’ দেশটির দক্ষিণ অংশের ওয়েংচং স্পেস লঞ্চিং সেন্টার থেকে ৭টি রকেট নিয়ে উড়েছে ৷
তিয়ানজু -২ হল চীনের দ্বিতীয় মিশন৷ তবে চীনের স্বয়ংক্রিয় মহাকাশযান তৈরির উদ্যোগ এটাই প্রথম ৷ দিন কয়েক আগেই মঙ্গল গ্রহে সফলভাবে নেমেছে চিনের ঝুরং রোভার। লাল গ্রহের বায়ুম-লের বাধা পেরিয়ে প্যারাস্যুটের মাধ্যমে ইউটোপিয়া প্ল্যানিশিয়া লাভাভূমিতে নেমেছে। চীনের ঝুরং রোভার মঙ্গল গ্রহ ঘুরে তথ্য সংগ্রহের পাশাপাশি ছবি সংগ্রহ করছে।