প্রত্যাশা ডেস্ক : সম্প্রতি ইনস্টাগ্রামে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ওই ভিডিওটি শেয়ার করেছে। সেই ভিডিওতে আপনি শুনতে পাবেন মহাকাশের সংগীত। মহাসিন্ধুর ওপার থেকে কী সংগীত ভেসে আসে তা জানতে চাইলে কান পাততেই পারেন নাসার ভিডিওতে। নাসার পক্ষে ভিডিওটি সম্পর্কে জানানো হয়েছে, বিজ্ঞানীরা হাবল স্পেস টেলিস্কোপের তোলা ছায়াপথের কেন্দ্রের ছবি থেকে যে সব তথ্য পেয়েছেন, সেই সব তথ্য একত্র করে তাকে শব্দে রূপান্তরিত করেছেন। আর তার ফলেই সৃষ্টি হয়েছে এই অপূর্ব মহাজাগতিক সংগীতের।
বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, ছবির উপরের দিকে যে উজ্জ্বল আলো দেখা যাচ্ছে সেখান থেকেই সবচেয়ে জোরাল শব্দ আসছে। এভাবেই আলোর ঘনত্বের তারতম্য থেকেই সুর খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। আর শুনতে পেয়েছেন মহাকাশের অনন্ত শূন্যের বুকে লুকিয়ে থাকা সংগীত। বলাই বাহুল্য, এমন ছবি শেয়ার হওয়ার পর থেকেই লক্ষ লক্ষ ভিউ হয়ে গিয়েছে সেটির। সেই সঙ্গে জমা পড়েছে অসংখ্য কমেন্টও। কেউ কেউ এই সংগীতকে ‘ঐশ্বরিক ধ্বনি’ বলে উল্লেখ করেছেন।
‘মহাকাশের গান’ শুনতে পেলো বিশ্ববাসী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ