ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

মস্কোতে অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ-এর কার্যক্রম বন্ধ

  • আপডেট সময় : ১০:৫৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া শুক্রবার বলেছে তারা হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের স্থানীয় অফিসগুলি বন্ধ করে দিচ্ছে। সংস্থাগুলো গত ৩০ বছর ধরে দেশটিতে কার্যক্রম চালিয়ে আসছে।
পশ্চিমাপন্থী ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৪৪ তম দিনে এই ঘোষণা আসে। রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনে হাজার হাজার লোক নিহত ও ১১ মিলিয়নেরও বেশি লোক তাদের বাড়িঘর বা দেশ ছেড়ে পালিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে মারাত্বক শরণার্থী সংকট সৃষ্টি করেছে।
হিউম্যান রাইটস ওয়াচ রাশিয়ায় ৩০ বছর ধরে কাজ করছে। অ্যামনেস্টি ১৯৯৩ সাল থেকে দেশটিতে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। বিচার মন্ত্রণালয় বিস্তারিত না জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘রুশ ফেডারেশনের বর্তমান আইন লঙ্ঘনের কারণে’ সব মিলিয়ে ১৫টি সংস্থাকে রাশিয়ার আন্তর্জাতিক সংস্থা এবং বিদেশী এনজিও গুলোর নিবন্ধন বাতিল করা হয়েছে। রাশিয়া আন্তর্জাতিক শান্তির জন্য কার্নেগি এনডোমেন্ট, ফ্রিডম ফ্রেডরিখ নউম্যান ফাউন্ডেশন, ফ্রেডরিখ এবার্ট ফাউন্ডেশন, আগা খান ফাউন্ডেশন, ডব্লিউএসপোলনোটা পোলস্কা অ্যাসোসিয়েশন এবং অন্যান্য সংস্থার স্থানীয় অফিস গুলোও বন্ধ করে দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের ইউরোপ ও মধ্য এশিয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর রাসেল ডেনবার বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিষয়ে সংস্থার প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ।
ডেনবার এএফপিকে দেয়া এক বিবৃতিতে বলেছেন, ‘রুশ সরকার ইতিমধ্যে স্পষ্ট করে বলেছে যে, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়ে কোনো তথ্যের জন্য এটির কোনও কার্যক্রম নেই।’ কিন্তু তারপরও এটি বন্ধ করে দেয়া হয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মস্কোতে অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ-এর কার্যক্রম বন্ধ

আপডেট সময় : ১০:৫৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া শুক্রবার বলেছে তারা হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের স্থানীয় অফিসগুলি বন্ধ করে দিচ্ছে। সংস্থাগুলো গত ৩০ বছর ধরে দেশটিতে কার্যক্রম চালিয়ে আসছে।
পশ্চিমাপন্থী ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৪৪ তম দিনে এই ঘোষণা আসে। রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনে হাজার হাজার লোক নিহত ও ১১ মিলিয়নেরও বেশি লোক তাদের বাড়িঘর বা দেশ ছেড়ে পালিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে মারাত্বক শরণার্থী সংকট সৃষ্টি করেছে।
হিউম্যান রাইটস ওয়াচ রাশিয়ায় ৩০ বছর ধরে কাজ করছে। অ্যামনেস্টি ১৯৯৩ সাল থেকে দেশটিতে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। বিচার মন্ত্রণালয় বিস্তারিত না জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘রুশ ফেডারেশনের বর্তমান আইন লঙ্ঘনের কারণে’ সব মিলিয়ে ১৫টি সংস্থাকে রাশিয়ার আন্তর্জাতিক সংস্থা এবং বিদেশী এনজিও গুলোর নিবন্ধন বাতিল করা হয়েছে। রাশিয়া আন্তর্জাতিক শান্তির জন্য কার্নেগি এনডোমেন্ট, ফ্রিডম ফ্রেডরিখ নউম্যান ফাউন্ডেশন, ফ্রেডরিখ এবার্ট ফাউন্ডেশন, আগা খান ফাউন্ডেশন, ডব্লিউএসপোলনোটা পোলস্কা অ্যাসোসিয়েশন এবং অন্যান্য সংস্থার স্থানীয় অফিস গুলোও বন্ধ করে দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের ইউরোপ ও মধ্য এশিয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর রাসেল ডেনবার বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিষয়ে সংস্থার প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ।
ডেনবার এএফপিকে দেয়া এক বিবৃতিতে বলেছেন, ‘রুশ সরকার ইতিমধ্যে স্পষ্ট করে বলেছে যে, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়ে কোনো তথ্যের জন্য এটির কোনও কার্যক্রম নেই।’ কিন্তু তারপরও এটি বন্ধ করে দেয়া হয়েছে।