ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

মস্কোজয়ী ‘আদিম’ এর গন্তব্য এবার নিউ ইয়র্ক

  • আপডেট সময় : ১২:১২:১২ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ৪৪ তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত বাংলাদেশি সিনেমা ‘আদিম’ এর গন্তব্য এবার নিউ ইয়র্ক! চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন আদিম নির্মাতা যুবরাজ শামীম। এরআগে ফেসবুক স্ট্যাটাসে যুবরাজ জানিয়েছেন, নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ‘কুইন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ আদিম এর দুটি প্রদর্শনী হবে। এর মধ্যে একটি প্রদর্শনী আছে শহরের কুইন্স থিয়েটারে, এবং অন্যটি মিউজিয়াম অব দ্য মুভিং ইমেজে। নির্মাতা জানান, ২১ সেপ্টেম্বর কুইন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের ইমেইল যোগে আমন্ত্রণ পেয়েছেন। তিনি ফেসবুকে লিখেন, উৎসবে আদিম এর দুটি প্রদর্শনী হবে। প্রথম প্রদর্শনীটি আয়োজক, জুরি, চলচ্চিত্র পরিচালক, প্রডিউসার, ডিস্ট্রিবিউটর এবং চলচ্চিত্রের অন্যান্য কলাকুশলীদের জন্য আর দ্বিতীয় প্রদর্শনীটি সাধারণ দর্শকেরা সম্মানীর বিনিময়ে দেখতে পারবেন। ১ নভেম্বর থেকে উৎসব শুরু হয়ে ৬ নভেম্বর শেষ হবে। ভিসা পেলে নির্মাতা নিজেও উৎসবে উপস্থিত থাকবেন বলে জানান। এ বিষয়ে যুবরাজ বলেন, কর্তৃপক্ষ ইতোমধ্যে আমাকে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। এখন ভিসা প্রসেসিং চলছে, সবকিছু ঠিকঠাক থাকলে আশা করছি উৎসবে উপস্থিত থাকতে পারবো। মস্কো জয়ের পর গেল মাসে ইতালির ২৫তম রিলিজিয়ন টুডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দর্শকের প্রশংসা পেয়েছে ‘আদিম’। ভিসা জটিলতায় সেই উৎসবে যোগ দিতে পারেননি নির্মাতা যুবরাজ। তবে উৎসবে ‘আদিম’ এর প্রতিনিধিত্ব করেন সহ-প্রযোজক ও নেদারল্যান্ডের লোটাস ফিল্মের স্বত্বাধিকারী ক্লিমেনটিনে এডারভিন। টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। ছবির কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। ছবির চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ। আদিম’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা এবং সাউন্ড ও কালার করেছেন সুজন মাহমুদ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মস্কোজয়ী ‘আদিম’ এর গন্তব্য এবার নিউ ইয়র্ক

আপডেট সময় : ১২:১২:১২ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক : ৪৪ তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত বাংলাদেশি সিনেমা ‘আদিম’ এর গন্তব্য এবার নিউ ইয়র্ক! চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন আদিম নির্মাতা যুবরাজ শামীম। এরআগে ফেসবুক স্ট্যাটাসে যুবরাজ জানিয়েছেন, নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ‘কুইন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ আদিম এর দুটি প্রদর্শনী হবে। এর মধ্যে একটি প্রদর্শনী আছে শহরের কুইন্স থিয়েটারে, এবং অন্যটি মিউজিয়াম অব দ্য মুভিং ইমেজে। নির্মাতা জানান, ২১ সেপ্টেম্বর কুইন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের ইমেইল যোগে আমন্ত্রণ পেয়েছেন। তিনি ফেসবুকে লিখেন, উৎসবে আদিম এর দুটি প্রদর্শনী হবে। প্রথম প্রদর্শনীটি আয়োজক, জুরি, চলচ্চিত্র পরিচালক, প্রডিউসার, ডিস্ট্রিবিউটর এবং চলচ্চিত্রের অন্যান্য কলাকুশলীদের জন্য আর দ্বিতীয় প্রদর্শনীটি সাধারণ দর্শকেরা সম্মানীর বিনিময়ে দেখতে পারবেন। ১ নভেম্বর থেকে উৎসব শুরু হয়ে ৬ নভেম্বর শেষ হবে। ভিসা পেলে নির্মাতা নিজেও উৎসবে উপস্থিত থাকবেন বলে জানান। এ বিষয়ে যুবরাজ বলেন, কর্তৃপক্ষ ইতোমধ্যে আমাকে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। এখন ভিসা প্রসেসিং চলছে, সবকিছু ঠিকঠাক থাকলে আশা করছি উৎসবে উপস্থিত থাকতে পারবো। মস্কো জয়ের পর গেল মাসে ইতালির ২৫তম রিলিজিয়ন টুডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দর্শকের প্রশংসা পেয়েছে ‘আদিম’। ভিসা জটিলতায় সেই উৎসবে যোগ দিতে পারেননি নির্মাতা যুবরাজ। তবে উৎসবে ‘আদিম’ এর প্রতিনিধিত্ব করেন সহ-প্রযোজক ও নেদারল্যান্ডের লোটাস ফিল্মের স্বত্বাধিকারী ক্লিমেনটিনে এডারভিন। টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। ছবির কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। ছবির চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ। আদিম’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা এবং সাউন্ড ও কালার করেছেন সুজন মাহমুদ।