ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

মসজিদ-মাদ্রাসায় সরকারের উন্নয়নের প্রচার করতে হবে: নানক

  • আপডেট সময় : ১২:৫০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে


মৌলভীবাজার প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘সরকার ‘‘আমার গ্রাম আমার শহর’’ প্রকল্প এবং পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে গ্রামে উন্নয়ন করে যাচ্ছে। তাই এগুলো বেশি করে প্রচার করতে হবে। মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে গিয়ে সরকারের উন্নয়নের প্রচারণা করতে হবে।’
গতকাল সোমবার দুপুরে মৌলভীবাজার আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বেদে সম্প্রদায়কে মূলস্রোত ধারায় নিয়ে আসতে পাঁচ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের সব জনগোষ্ঠীকে মূলস্রোত ধারায় ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন। আপনারা সংগঠনের নেতাকর্মীরা সেগুলোকে প্রচার করতে হব
তিনি বলেন, ‘চা শ্রমিকদের শিশু সন্তানদের দলে (আওয়ামী লীগে) সম্পৃক্ত করতে হবে। তাদের সংগঠিত করে দলে নিয়ে আসতে হবে। চা শ্রমিকরা আর অশিক্ষিত থাকবে না। চা বাগানে ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং সুপেয় পানির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘ছাত্রলীগ ও যুবলীগকে সংগঠন করতে হবে। এ সরকারের আমলেই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে।’ এসব উন্নয়ন নিয়ে আগামী দিনে কাজ করতে উপস্থিত নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
সম্মেলনে উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনে সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সায়েম খান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মসজিদ-মাদ্রাসায় সরকারের উন্নয়নের প্রচার করতে হবে: নানক

আপডেট সময় : ১২:৫০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২


মৌলভীবাজার প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘সরকার ‘‘আমার গ্রাম আমার শহর’’ প্রকল্প এবং পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে গ্রামে উন্নয়ন করে যাচ্ছে। তাই এগুলো বেশি করে প্রচার করতে হবে। মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে গিয়ে সরকারের উন্নয়নের প্রচারণা করতে হবে।’
গতকাল সোমবার দুপুরে মৌলভীবাজার আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বেদে সম্প্রদায়কে মূলস্রোত ধারায় নিয়ে আসতে পাঁচ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের সব জনগোষ্ঠীকে মূলস্রোত ধারায় ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন। আপনারা সংগঠনের নেতাকর্মীরা সেগুলোকে প্রচার করতে হব
তিনি বলেন, ‘চা শ্রমিকদের শিশু সন্তানদের দলে (আওয়ামী লীগে) সম্পৃক্ত করতে হবে। তাদের সংগঠিত করে দলে নিয়ে আসতে হবে। চা শ্রমিকরা আর অশিক্ষিত থাকবে না। চা বাগানে ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং সুপেয় পানির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘ছাত্রলীগ ও যুবলীগকে সংগঠন করতে হবে। এ সরকারের আমলেই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে।’ এসব উন্নয়ন নিয়ে আগামী দিনে কাজ করতে উপস্থিত নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
সম্মেলনে উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনে সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সায়েম খান।