ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

মসজিদুল হারাম, মসজিদে নববীর ভেতরে ছবি তোলা নিষিদ্ধ

  • আপডেট সময় : ০৪:০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

প্রত্যাশা ডেস্ক:  সৌদি আরব সরকার ২০২৬ সালের হজ মৌসুম থেকে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর ভেতরে ছবি তোলা ও ভিডিও ধারণের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষা এবং হজ পালনকারীদের নির্বিঘ্নে ইবাদত নিশ্চিত করার লক্ষ্যেই এই কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৬ সালের হজের জন্য যারা নির্বাচিত (লটারিজয়ী) হবেন, তাদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক।

মোবাইল ফোন বা যে কোনো ধরনের ক্যামেরা ডিভাইস ব্যবহার করে দুই পবিত্র মসজিদের ভেতরে ছবি তোলা ও ভিডিও ধারণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে, পবিত্র স্থানের মর্যাদা রক্ষা এবং হাজিদের অনুভূতির প্রতি সম্মান জানাতেই যে কোনো উপায়ে ছবি তোলার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে পবিত্র স্থানগুলোতে ছবি ও ভিডিও করার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে। কর্তৃপক্ষ এই সমস্যাগুলো চিহ্নিত করে নিষেধাজ্ঞার কারণ ব্যাখ্যা করেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ছবি ও ভিডিও ধারণের কারণে অযথা ভিড় বাড়ছে। হাজিদের ইবাদত ও ধর্মীয় রীতিনীতি পালনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

হাজিরা যেন আরও শান্ত, সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশে ইবাদত করতে পারেন, তা নিশ্চিত করা এবং অন্য দর্শনার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা।

কর্তৃপক্ষ মনে করে, দুই পবিত্র মসজিদের নিয়ম-কানুন মেনে চলা প্রতিটি মুসলিমের জন্যই ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। এই নতুন নির্দেশনা কার্যকর করতে সৌদি কর্তৃপক্ষ একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে।

নতুন এবং কঠোর নজরদারি ব্যবস্থা চালু করা হবে। হাজিদের সচেতন করতে এবং মসজিদের আদব-কায়দা স্মরণ করিয়ে দিতে বিশেষ মাঠ পর্যায়ের দল নিয়োজিত থাকবে।

এই পদক্ষেপের মাধ্যমে সৌদি আরব সরকার আশা করছে, পবিত্র হজ আরও সুশৃঙ্খল এবং গভীর আধ্যাত্মিকতার সঙ্গে পালিত হবে।

ওআ/আপ্র/০৯/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মসজিদুল হারাম, মসজিদে নববীর ভেতরে ছবি তোলা নিষিদ্ধ

আপডেট সময় : ০৪:০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক:  সৌদি আরব সরকার ২০২৬ সালের হজ মৌসুম থেকে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর ভেতরে ছবি তোলা ও ভিডিও ধারণের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষা এবং হজ পালনকারীদের নির্বিঘ্নে ইবাদত নিশ্চিত করার লক্ষ্যেই এই কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৬ সালের হজের জন্য যারা নির্বাচিত (লটারিজয়ী) হবেন, তাদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক।

মোবাইল ফোন বা যে কোনো ধরনের ক্যামেরা ডিভাইস ব্যবহার করে দুই পবিত্র মসজিদের ভেতরে ছবি তোলা ও ভিডিও ধারণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে, পবিত্র স্থানের মর্যাদা রক্ষা এবং হাজিদের অনুভূতির প্রতি সম্মান জানাতেই যে কোনো উপায়ে ছবি তোলার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে পবিত্র স্থানগুলোতে ছবি ও ভিডিও করার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে। কর্তৃপক্ষ এই সমস্যাগুলো চিহ্নিত করে নিষেধাজ্ঞার কারণ ব্যাখ্যা করেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ছবি ও ভিডিও ধারণের কারণে অযথা ভিড় বাড়ছে। হাজিদের ইবাদত ও ধর্মীয় রীতিনীতি পালনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

হাজিরা যেন আরও শান্ত, সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশে ইবাদত করতে পারেন, তা নিশ্চিত করা এবং অন্য দর্শনার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা।

কর্তৃপক্ষ মনে করে, দুই পবিত্র মসজিদের নিয়ম-কানুন মেনে চলা প্রতিটি মুসলিমের জন্যই ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। এই নতুন নির্দেশনা কার্যকর করতে সৌদি কর্তৃপক্ষ একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে।

নতুন এবং কঠোর নজরদারি ব্যবস্থা চালু করা হবে। হাজিদের সচেতন করতে এবং মসজিদের আদব-কায়দা স্মরণ করিয়ে দিতে বিশেষ মাঠ পর্যায়ের দল নিয়োজিত থাকবে।

এই পদক্ষেপের মাধ্যমে সৌদি আরব সরকার আশা করছে, পবিত্র হজ আরও সুশৃঙ্খল এবং গভীর আধ্যাত্মিকতার সঙ্গে পালিত হবে।

ওআ/আপ্র/০৯/১২/২০২৫