নড়াইল সংবাদদাতা : নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে পাঁচুড়িয়া বিল থেকে প্রায় ১০ ফুট পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের সহযোগিতায় লোহাগড়া থানার সেকেন্ড অফিসার মাসুদ রানা এ লাশ উদ্ধার করেন। অজ্ঞাতনামা যুবকের বয়স আনুমানিক ৪৫ বছর। লাশটির চোখ দুটি পচে গেছে। কানের কিছু অংশসহ শরীরের অন্য স্থানেও পচন ধরেছে। এছাড়া তার শরীরে কোনো পোশাক ছিল না। ধারণা করা হচ্ছে; তিন থেকে চারদিন আগে কে বা কারা অজ্ঞাতনামা যুবকের লাশ বিলের মধ্যে ফেলে গেছে।