ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

ময়লার ভাগাড়, দুর্ভোগে মানুষ

  • আপডেট সময় : ০১:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদদাতা : ভাগাড়ে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চেঙ্গাইন এলাকা। দীর্ঘদিন ধরে অবর্জনা ফেলায় কাঁচপুর-চেঙ্গাইন সড়কের পাশে খালপাড় এলাকার মানুষ ভোগান্তিতে পড়তে হচ্ছে। যানবাহনে চলাচলকারী যাত্রীদের নাক চেপে চলাচল করতে হয়। সরেজমিনে দেখা যায়, আশপাশের এলাকা থেকে ভ্যানে করে আবর্জনা নিয়ে আসছে মানুষ। সেখানকার ময়লার স্তূপকে যে কারো ছোট একটি পাহাড় মনে হবে। পাশেই মোশাররফ হোসেন হাই স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ সড়ক দিয়ে প্রতিদিন ৫-৬ হাজার মানুষের যাতায়াত। ফলে এ ভাগাড়ের কারণে অনেকেই নানা রোগে আক্রান্ত হচ্ছেন। কামাল হোসেন নামের একজন পথচারী জানান, কাঁচপুরের বিভিন্ন স্থানের আবর্জনা ভ্যানে করে এখানে ফেলা হয়। আবর্জনার কারণে মাঝে মধ্যে রাস্তার অধিকাংশ স্থান ঢাকা পড়ে। এর ফলে তখন এ সড়ক দিয়ে বিভিন্ন যানবাহনে চলাচল করতে সমস্যায় পড়তে হয়। আফজাল হোসেন নামের এক কলেজছাত্র জানান, আবর্জনার কারণে সড়ক দিয়ে যাতায়াত করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অতি দ্রুত এখান থেকে ময়লা অপসারণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানাচ্ছি। জাহাঙ্গীর হোসেন নামের এক স্থানীয় বাসিন্দা জানান, পচা গন্ধে এখানকার পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে। বছরের পর বছর এ সমস্যা নিয়েই আমরা বসবাস করে আসছি। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের তেমন কোনো নজরদারি চোখে পড়েনি।
কাঁচপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার শাহাজাহান সিরাজ বলেন, আমি নিজেও ভুক্তভোগী। এ বিষয়ে চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।
কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, খালপাড় চেঙ্গাইন এলাকায় দীর্ঘদিন ধরেই ভাগাড়টি রয়েছে। আমি নিজ উদ্যোগে কয়েকবার ওই স্থান থেকে ময়লা অপসারণ করেছি। কিছুদিন পর আবারও ওই স্থানে ময়লা ফেলা হচ্ছে। তবে কে বা কারা ময়লা ফেলছে তা আমার জানা নেই। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজওয়ান উল ইসলাম জানান, ওই এলাকায় ময়লা ফেলার নির্দিষ্ট কোনো স্থান নেই। তাই এলাকাবাসী এখানে বার বার ময়লা ফেলছে। ময়লা অপসারণ করতে ওই এলাকার চেয়ারম্যান, এলাকাবাসীকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সাহায্য করা হবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়লার ভাগাড়, দুর্ভোগে মানুষ

আপডেট সময় : ০১:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

নারায়ণগঞ্জ সংবাদদাতা : ভাগাড়ে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চেঙ্গাইন এলাকা। দীর্ঘদিন ধরে অবর্জনা ফেলায় কাঁচপুর-চেঙ্গাইন সড়কের পাশে খালপাড় এলাকার মানুষ ভোগান্তিতে পড়তে হচ্ছে। যানবাহনে চলাচলকারী যাত্রীদের নাক চেপে চলাচল করতে হয়। সরেজমিনে দেখা যায়, আশপাশের এলাকা থেকে ভ্যানে করে আবর্জনা নিয়ে আসছে মানুষ। সেখানকার ময়লার স্তূপকে যে কারো ছোট একটি পাহাড় মনে হবে। পাশেই মোশাররফ হোসেন হাই স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ সড়ক দিয়ে প্রতিদিন ৫-৬ হাজার মানুষের যাতায়াত। ফলে এ ভাগাড়ের কারণে অনেকেই নানা রোগে আক্রান্ত হচ্ছেন। কামাল হোসেন নামের একজন পথচারী জানান, কাঁচপুরের বিভিন্ন স্থানের আবর্জনা ভ্যানে করে এখানে ফেলা হয়। আবর্জনার কারণে মাঝে মধ্যে রাস্তার অধিকাংশ স্থান ঢাকা পড়ে। এর ফলে তখন এ সড়ক দিয়ে বিভিন্ন যানবাহনে চলাচল করতে সমস্যায় পড়তে হয়। আফজাল হোসেন নামের এক কলেজছাত্র জানান, আবর্জনার কারণে সড়ক দিয়ে যাতায়াত করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অতি দ্রুত এখান থেকে ময়লা অপসারণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানাচ্ছি। জাহাঙ্গীর হোসেন নামের এক স্থানীয় বাসিন্দা জানান, পচা গন্ধে এখানকার পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে। বছরের পর বছর এ সমস্যা নিয়েই আমরা বসবাস করে আসছি। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের তেমন কোনো নজরদারি চোখে পড়েনি।
কাঁচপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার শাহাজাহান সিরাজ বলেন, আমি নিজেও ভুক্তভোগী। এ বিষয়ে চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।
কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, খালপাড় চেঙ্গাইন এলাকায় দীর্ঘদিন ধরেই ভাগাড়টি রয়েছে। আমি নিজ উদ্যোগে কয়েকবার ওই স্থান থেকে ময়লা অপসারণ করেছি। কিছুদিন পর আবারও ওই স্থানে ময়লা ফেলা হচ্ছে। তবে কে বা কারা ময়লা ফেলছে তা আমার জানা নেই। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজওয়ান উল ইসলাম জানান, ওই এলাকায় ময়লা ফেলার নির্দিষ্ট কোনো স্থান নেই। তাই এলাকাবাসী এখানে বার বার ময়লা ফেলছে। ময়লা অপসারণ করতে ওই এলাকার চেয়ারম্যান, এলাকাবাসীকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সাহায্য করা হবে।