নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের হালুয়াঘাটে এক গারো কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতার হয়েছে মো. মিলন (২১) নামের এক যুবক।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার জুবলী এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে এই আসামিকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী ওই তরুণী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগীর মা লিখা চাম্বু গং বাদী হয়ে গতরাতে থানায় এই মামলা দায়ের করে। এর আগে গত সোমবার রাতে উপজেলার জুগলী ইউনিয়নে পূজা দেখতে বের হলে ওই কিশোরী ধর্ষণের শিকার হন।
জানা যায়, ওই দিন সকালে পূজা দেখার জন্য ভুক্তভোগী কিশোরীকে মোবাইল ফোনে কল করে বাড়ি থেকে ডেকে নেন মিলন নামের এক যুবক। মিলন নয়াপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। কিন্তু পূজা দেখানোর কথা বলে মিলন ওই মেয়েকে নিয়ে সারাদিন স্থানীয় পার্কে ঘোরাঘুরি করে। ঘোরাঘুরি শেষে রাতে মিলন ওই কিশোরীকে অটোরিকশায় তুলে দেন। এরপর একই এলাকার অটোচালক আবুল বাশার তাকে নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে। এরপর রাত ১১টার দিকে বাশার ভুক্তভোগীকে গামারিতলা মোড়ে ফেলে চলে যায়।
মামলার বাদী ভুক্তভোগীর মা বলেন, মিলন আমার মেয়ের পূর্বপরিচিত। পূজা দেখার জন্য সে আমার মেয়েকে ডেকে নিয়ে যায়। পরে জোর করে অটোরিকশায় তুলে দিলে এ ঘটনা ঘটে। আমরা এ ঘটনার বিচার চাই।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুণ বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। সহযোগী আসামিও গ্রেফতার হয়েছে। এখন মূল আসামি গ্রেফতারে চেষ্টা চলছে।
এসি/আপ্র/০১/১০/২০২৫




















