ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

ময়মনসিংহে অটোরিকশাকে চাপা দিল বাস, নিহত ২

  • আপডেট সময় : ১০:৩৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতাকাল মঙ্গলবার (২৯আগস্ট) সকাল পৌনে ১০ দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মুসল্লি এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সাইফুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ফতেপুর গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে। তিনি নান্দাইলের মুশুল্লি ইউনিয়নের চপই দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন। বৃষ্টি আক্তার নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও গ্রামের মো. আব্দুর রাশিদের মেয়ে। নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি শফিউর রহমান জানান, উপজেলার মুসুল্লি বাসস্ট্যান্ডে একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা বাস। এতে অটোরিকশাটির যাত্রী সাইফুল ইসলাম মারা যান। বৃষ্টি আক্তারসহ অটোরিকশার দুই যাত্রী আহত হন। পরে বৃষ্টি আক্তারকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃষ্টির অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

ময়মনসিংহে অটোরিকশাকে চাপা দিল বাস, নিহত ২

আপডেট সময় : ১০:৩৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতাকাল মঙ্গলবার (২৯আগস্ট) সকাল পৌনে ১০ দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মুসল্লি এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সাইফুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ফতেপুর গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে। তিনি নান্দাইলের মুশুল্লি ইউনিয়নের চপই দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন। বৃষ্টি আক্তার নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও গ্রামের মো. আব্দুর রাশিদের মেয়ে। নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি শফিউর রহমান জানান, উপজেলার মুসুল্লি বাসস্ট্যান্ডে একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা বাস। এতে অটোরিকশাটির যাত্রী সাইফুল ইসলাম মারা যান। বৃষ্টি আক্তারসহ অটোরিকশার দুই যাত্রী আহত হন। পরে বৃষ্টি আক্তারকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃষ্টির অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।