প্রত্যাশা ডেস্ক : তৃণমূলের বিশেষ বৈঠকে যোগ দিতে দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কালীঘাটের বাড়িতে পৌঁছে গেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক রাজনৈতিক পর্যালোচনার জন্য দলনেত্রীর ডাকা ওই বৈঠকে হাজির হয়েছেন তৃণমূলের প্রথম সারির প্রায় সব নেতা।
রাজ্যে পৌরসভার ভোটের আবহে দলের অন্দরে তৈরি হওয়া দ্বন্দ্বকে কেন্দ্র করে বেশ অস্বস্তিতে রয়েছে শাসকদল তৃণমূল। এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করতেই জরুরি বৈঠকের ডাক দিয়েছেন মমতা। তৃণমূলের একটি সূত্রের দাবি, দলীয় সংগঠন এবং পৌরনির্বাচন নিয়ে আলোচনা হবে বৈঠকে। দলের অন্দরে ‘এক ব্যক্তি এক পদ’ প্রশ্ন ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং আইপ্যাক প্রসঙ্গও আলোচনায় আসতে পারে।
দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সীর পাশাপাশি ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো মন্ত্রীরাও বৈঠকে অংশ নিয়েছেন। রয়েছেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ ব্যানার্জীসহ গুরুত্বপূর্ণ লোকজনও।
পৌরসভার ভোটের প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি এবং সাংগঠনিক দায়িত্ব নিয়ে তৃণমূলের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে। তৃণমূল সূত্রের খবর অনুযায়ী, আইপ্যাক সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আপত্তি তুলে ইতোমধ্যেই দলের প্রবীণ নেতাদের একাংশ দলনেত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন। বৈঠকে তা নিয়েও আলোচনা হতে পারে। তৃণমূলের অপর দলের বক্তব্য, দলনেত্রী তো আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলের সাংগঠনিক বিষয় সংক্রান্ত আলোচনায় আইপ্যাককে টেনে আনা অর্থহীন। এরই পাশাপাশি কলকাতা পৌরসভায় ভোটের সময় থেকে দলে ‘এক ব্যক্তি এক পদ’ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা আবার মাথাচাড়া দিয়েছে। এই নীতির পক্ষে দলের ভেতরে এবং বাইরে বার বার সরব হতে দেখা গেছে অভিষেককে। অপরদিকে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আবারও বললেন, এই নীতিতে দলনেত্রীর সমর্থন নেই। সূত্র: আনন্দবাজার
মমতার বাড়িতে বিশেষ বৈঠক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ