ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

‘মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার’ পাচ্ছেন মামুনুর রশীদ

  • আপডেট সময় : ০১:৫৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : বাংলা একাডেমি পরিচালিত ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২২’ পেতে যাচ্ছেন মামুনুর রশীদ। বাংলা একাডেমি থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া না হলেও মামুনুর রশীদকে ফোন করে জানানো হয়েছে। পুরস্কারপ্রাপ্তির খবরটি নিশ্চিত করে মামুনুর রশীদ বলেন, “যে কোনো পুরস্কার বা স্বীকৃতিই তো আনন্দের। এই খবরটিও আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। “মমতাজউদদীন আহমদের সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক ছিল। তিনি আজ নেই। কিন্তু তিনি নিশ্চয় আমাকে আশীর্বাদ করছেন।” বাংলা একাডেমির দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, “পুরস্কার ঘোষণার পর সাধারণত যাকে পুরস্কারটি দেওয়া হয়, তাকে ফোন করে সম্মতি নেওয়া হয়। তিনি সেটি গ্রহণ করার সম্মতি দিলে বাংলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে সবাইকে জানায়। একাডেমি থেকে মামুনুর রশীদকে ফোন করে বলা হয়েছে। তবে এখনো সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।”
আগামী ২৩ ডিসেম্বর ২০২২ একাডেমির সাধারণ পরিষদের ৪৫তম বার্ষিক সভায় পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে বলেও জানান ওই কর্মকর্তা। নাট্যকার মমতাজউদদীন আহমেদের মৃত্যুর পর ২০২১ সালে এই পুরস্কার চালু করা হয়। বাংলা একাডেমি পুরস্কারটি পরিচালনা করার দায়িত্ব নেয়। প্রথমবার এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন ফেরদৌসী মজুমদার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার’ পাচ্ছেন মামুনুর রশীদ

আপডেট সময় : ০১:৫৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২

বিনোদন প্রতিবেদক : বাংলা একাডেমি পরিচালিত ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২২’ পেতে যাচ্ছেন মামুনুর রশীদ। বাংলা একাডেমি থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া না হলেও মামুনুর রশীদকে ফোন করে জানানো হয়েছে। পুরস্কারপ্রাপ্তির খবরটি নিশ্চিত করে মামুনুর রশীদ বলেন, “যে কোনো পুরস্কার বা স্বীকৃতিই তো আনন্দের। এই খবরটিও আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। “মমতাজউদদীন আহমদের সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক ছিল। তিনি আজ নেই। কিন্তু তিনি নিশ্চয় আমাকে আশীর্বাদ করছেন।” বাংলা একাডেমির দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, “পুরস্কার ঘোষণার পর সাধারণত যাকে পুরস্কারটি দেওয়া হয়, তাকে ফোন করে সম্মতি নেওয়া হয়। তিনি সেটি গ্রহণ করার সম্মতি দিলে বাংলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে সবাইকে জানায়। একাডেমি থেকে মামুনুর রশীদকে ফোন করে বলা হয়েছে। তবে এখনো সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।”
আগামী ২৩ ডিসেম্বর ২০২২ একাডেমির সাধারণ পরিষদের ৪৫তম বার্ষিক সভায় পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে বলেও জানান ওই কর্মকর্তা। নাট্যকার মমতাজউদদীন আহমেদের মৃত্যুর পর ২০২১ সালে এই পুরস্কার চালু করা হয়। বাংলা একাডেমি পুরস্কারটি পরিচালনা করার দায়িত্ব নেয়। প্রথমবার এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন ফেরদৌসী মজুমদার।