ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

মবের শিকার অভিনেত্রী সুমনা!

  • আপডেট সময় : ০৩:৪০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: তবে পোস্টটি প্রকাশের কিছু সময় পর সুমনার সোশ্যাল হেন্ডেলে তা খুঁজ পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে মুছে দেয়া পোস্টে তিনি লেখেন, “৩১ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে তার গাড়ি ভিড়ের মধ্যে আটকে যায়। হঠাৎই কয়েকজন আন্দোলনকারী গাড়ির বোনেটে আঘাত করতে শুরু করেন, জানালায় হাত মারেন এবং ব্যঙ্গাত্মক আচরণ করেন। এ সময় তারা ‘জয় মহারাষ্ট্র’ স্লোগানও দেন।” কয়েক মিনিটের ব্যবধানে এমন ঘটনা দুইবার ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।

ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী সুমনা চক্রবর্তী হস্যরস আর মনমুগ্ধকর উপস্থাপনা দর্শকদের মনে জায়গা করেছেন নিয়েছেন। সম্প্রতি অভিনেত্রীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গত রোববার (৩১ আগস্ট) দুপুরে মুম্বাই মারাঠা সংরক্ষণ আন্দোলনের সময় একদল বিক্ষোভকারী তার গাড়ি ঘিরে ফেলে। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি নিজেই শেয়ার করেছেন।

Sumona Chakravarti denies wedding rumours, calls interest in her personal  life unnecessary: 'Please stop speculating' - Hindustan Times

সুমনা জানিয়েছেন, আশেপাশে পুলিশের উপস্থিতি ছিল না। যাদের দেখা গেছে, তারাও দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। তিনি আরও লেখেন, ‘রাস্তাজুড়ে ময়লা-আবর্জনা, কলার খোসা, প্লাস্টিক বোতল ছড়িয়ে ছিল। ফুটপাতগুলোতে বিক্ষোভকারীরা খাওয়া-দাওয়া, রান্না, ঘুম, এমনকি ভিডিও কল ও রিল তৈরি করছিলেন। এটি নাগরিক শৃঙ্খলার সম্পূর্ণ উপহাস।’

এই ঘটনার সময় এক পুরুষ বন্ধু সঙ্গে থাকায় অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে পেরেছেন বলে জানিয়েছেন সুমনা।

বলে রাখা ভালো, কৌতুক অভিনেত্রী সুমনা ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কপিল শর্মা শো’ থেকে জনপ্রিয় পান।

ওআ/আপ্র/০২/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মবের শিকার অভিনেত্রী সুমনা!

আপডেট সময় : ০৩:৪০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: তবে পোস্টটি প্রকাশের কিছু সময় পর সুমনার সোশ্যাল হেন্ডেলে তা খুঁজ পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে মুছে দেয়া পোস্টে তিনি লেখেন, “৩১ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে তার গাড়ি ভিড়ের মধ্যে আটকে যায়। হঠাৎই কয়েকজন আন্দোলনকারী গাড়ির বোনেটে আঘাত করতে শুরু করেন, জানালায় হাত মারেন এবং ব্যঙ্গাত্মক আচরণ করেন। এ সময় তারা ‘জয় মহারাষ্ট্র’ স্লোগানও দেন।” কয়েক মিনিটের ব্যবধানে এমন ঘটনা দুইবার ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।

ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী সুমনা চক্রবর্তী হস্যরস আর মনমুগ্ধকর উপস্থাপনা দর্শকদের মনে জায়গা করেছেন নিয়েছেন। সম্প্রতি অভিনেত্রীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গত রোববার (৩১ আগস্ট) দুপুরে মুম্বাই মারাঠা সংরক্ষণ আন্দোলনের সময় একদল বিক্ষোভকারী তার গাড়ি ঘিরে ফেলে। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি নিজেই শেয়ার করেছেন।

Sumona Chakravarti denies wedding rumours, calls interest in her personal  life unnecessary: 'Please stop speculating' - Hindustan Times

সুমনা জানিয়েছেন, আশেপাশে পুলিশের উপস্থিতি ছিল না। যাদের দেখা গেছে, তারাও দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। তিনি আরও লেখেন, ‘রাস্তাজুড়ে ময়লা-আবর্জনা, কলার খোসা, প্লাস্টিক বোতল ছড়িয়ে ছিল। ফুটপাতগুলোতে বিক্ষোভকারীরা খাওয়া-দাওয়া, রান্না, ঘুম, এমনকি ভিডিও কল ও রিল তৈরি করছিলেন। এটি নাগরিক শৃঙ্খলার সম্পূর্ণ উপহাস।’

এই ঘটনার সময় এক পুরুষ বন্ধু সঙ্গে থাকায় অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে পেরেছেন বলে জানিয়েছেন সুমনা।

বলে রাখা ভালো, কৌতুক অভিনেত্রী সুমনা ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কপিল শর্মা শো’ থেকে জনপ্রিয় পান।

ওআ/আপ্র/০২/০৯/২০২৫