প্রত্যাশা ডেস্ক : মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে প্রাণীদের ব্যবহারের কথা কে না জানে! ভারতে এই প্রচলন আরও বেশি। হাতির ব্যবহার কেরালা প্রদেশের মন্দির গুলোতে আনুষ্ঠানিকতার গুরুত্বপূর্ণ অংশ। এবার মন্দিরে সত্যিকারের হাতির পরিবর্তে দেখা মিলবে রোবট। ভারতের কোনও মন্দিরের ধর্মীয় অনুষ্ঠানে রোবট হাতির ব্যবহার এবারই প্রথম। কেরালার ত্রিশুর জেলার ইরিঞ্জাদাপিল্লি শ্রীকৃষ্ণ মন্দিরে জীবিত হাতির পরিবর্তে ব্যবহার হবে রোবট। প্রাণীর ব্যবহার নিরুৎসাহিত করতেই এমন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। রোবট হাতিটি লম্বায় ১১ ফুট, ওজন ৮০০ কেজি। লোহার তৈরি হাতির বাইরে রয়েছে রাবারের আবরণ। রোবট হাতিটি যৌথভাবে দান করেছে ভারতীয় সংস্থা পিপল ফর এথিকাল ট্রিট্মেন্ট অব অ্যানিমেলস (পিইটিএ) এবং অভিনেত্রী পার্বতী থিরুভোতু। এমন উদ্যোগে প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার বিষয়টি এড়ানো যাবে বলে মনে করছেন তারা। এ বিষয়ে মন্দিরের পুরোহিত উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আশা করছি অন্যান্য মন্দিরেও বিভিন্ন আনুষ্ঠানিকতায় এরকম রোবট ব্যবহারের বিষয়টি ভাববে’।
ধর্মীয় আচারে শব্দসহ নানা কারণে প্রাণীদের জন্য অসহনীয় হয়ে উঠেছিল। বছরের পর বছর ধরে প্রাণী কল্যাণ কর্মীরা উদ্বেগ জানিয়ে আসছে। ভারতের প্রাণী অধিকার গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২৩ পর্যন্ত শুধু কেরালাতেই ১৩৮ টি হাতি মারা গেছে। উল্লেখ্য, ভারতের কেরালা প্রদেশেই প্রায় ২৫ হাজার হাতির বসবাস। এক বিবৃতিতে পিইটিএ জানায়, ‘প্রাণীদের প্রতি এমন নিষ্ঠুর আচরণ বন্ধে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে’। সূত্র: বিবিসি
মন্দিরের আনুষ্ঠানিকতায় হাতির বদলে রোবট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ