ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

মন্ত্রী ফোন দিলে আপনি কী করতেন, প্রশ্ন ইমনের

  • আপডেট সময় : ০১:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
  • ৭৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : সোশ্যাল প্ল্যাটফরমে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির মধ্যকার কথোপকথনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এই কল রেকর্ডের একটি অংশে চিত্রনায়ক ইমনের কণ্ঠ শোনা যায়। আলোচনা সমালোচনার মধ্যে চলে আসছে ইমনের নামও। কেননা কলদাতা ইমনের কাছে ফোন দিয়ে তারপরে ওই নায়িকার সঙ্গে কথা বলছিলেন। কথোপকথনের বিষয়টির সত্যতা জানিয়ে বলেন, এটা প্রায় দুই বছর আগের। তখন আমরা ব্লাড নামের একটি সিনেমার মিটিং করছিলাম। ওই সময় মুরাদ ভাই আমাকে ফোন দিয়েছিলেন। ছড়িয়ে পড়া ফোন রেকর্ডে শোনা যায় ইমন প্রতিমন্ত্রী ও মাহির কণ্ঠ। সোমবার দুপুরে মামুনুন হাসান ইমন কালের কণ্ঠের সাথে আলাপকালে বলেন, ‘আগের দিন আমাকে ফোন দিয়েছিলেন। আমি সেটা ধরতে পারিনি। পরেরদিনও ব্যাক করতে পারিনি। তিনি ফোন দিলেন আমি সেটা হ্যান্ডেল করার চেষ্টা করলাম। একজন মন্ত্রী আপনাকে ফোন দিলে আপনি কী করবেন? নিশ্চই তাকে নাকচ করে দিতে পারবেন না। আপনাকে সহনীয় মাত্রায় থেকে পুরো ব্যাপারকে হ্যান্ডেল করতে হবে।’
ইমন জানান, এই ঘটনা ২০২০ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহের। ওই রাতে মিটিং শেষ করে ইমন ও মাহি নিজ নিজ বাসায় চলে যান। এর কিছুদিন পরই শুরু হয় করোনার প্রকোপ। লকডাউনের কারণে সবার মতো ঘরবন্দি হয়ে যান তারাও। ইমন বলেন, আমি আর মাহি ‘ব্লাড’ সিনেমা নিয়ে একটা মিটিং করছিলাম পরিচালক সুমন ভাইয়ের সঙ্গে। তখন তিনি (প্রতিমন্ত্রী) আমাদেরকে যেতে বলেন। এখন পরিস্থিতি সামাল তো দিতে হবে। আমরা তো একটি মিটিংয়ে ছিলাম। এজন্য বারবার বলছিলাম, ‘ভাইয়া দুই মিনিট, নামতেছি’। মাহিয়া মাহি স্বামী রাকব সরকারকে সাথে নিয়ে ওমরাহ পালন করতে গেছেন। রবিবার স্বামীর সঙ্গে রোমান্টিক মুহূর্তের বেশ কয়েকটি ছবি পোস্ট করে নিজের হালনাগাদ অবস্থা জানান।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মন্ত্রী ফোন দিলে আপনি কী করতেন, প্রশ্ন ইমনের

আপডেট সময় : ০১:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১

বিনোদন ডেস্ক : সোশ্যাল প্ল্যাটফরমে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির মধ্যকার কথোপকথনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এই কল রেকর্ডের একটি অংশে চিত্রনায়ক ইমনের কণ্ঠ শোনা যায়। আলোচনা সমালোচনার মধ্যে চলে আসছে ইমনের নামও। কেননা কলদাতা ইমনের কাছে ফোন দিয়ে তারপরে ওই নায়িকার সঙ্গে কথা বলছিলেন। কথোপকথনের বিষয়টির সত্যতা জানিয়ে বলেন, এটা প্রায় দুই বছর আগের। তখন আমরা ব্লাড নামের একটি সিনেমার মিটিং করছিলাম। ওই সময় মুরাদ ভাই আমাকে ফোন দিয়েছিলেন। ছড়িয়ে পড়া ফোন রেকর্ডে শোনা যায় ইমন প্রতিমন্ত্রী ও মাহির কণ্ঠ। সোমবার দুপুরে মামুনুন হাসান ইমন কালের কণ্ঠের সাথে আলাপকালে বলেন, ‘আগের দিন আমাকে ফোন দিয়েছিলেন। আমি সেটা ধরতে পারিনি। পরেরদিনও ব্যাক করতে পারিনি। তিনি ফোন দিলেন আমি সেটা হ্যান্ডেল করার চেষ্টা করলাম। একজন মন্ত্রী আপনাকে ফোন দিলে আপনি কী করবেন? নিশ্চই তাকে নাকচ করে দিতে পারবেন না। আপনাকে সহনীয় মাত্রায় থেকে পুরো ব্যাপারকে হ্যান্ডেল করতে হবে।’
ইমন জানান, এই ঘটনা ২০২০ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহের। ওই রাতে মিটিং শেষ করে ইমন ও মাহি নিজ নিজ বাসায় চলে যান। এর কিছুদিন পরই শুরু হয় করোনার প্রকোপ। লকডাউনের কারণে সবার মতো ঘরবন্দি হয়ে যান তারাও। ইমন বলেন, আমি আর মাহি ‘ব্লাড’ সিনেমা নিয়ে একটা মিটিং করছিলাম পরিচালক সুমন ভাইয়ের সঙ্গে। তখন তিনি (প্রতিমন্ত্রী) আমাদেরকে যেতে বলেন। এখন পরিস্থিতি সামাল তো দিতে হবে। আমরা তো একটি মিটিংয়ে ছিলাম। এজন্য বারবার বলছিলাম, ‘ভাইয়া দুই মিনিট, নামতেছি’। মাহিয়া মাহি স্বামী রাকব সরকারকে সাথে নিয়ে ওমরাহ পালন করতে গেছেন। রবিবার স্বামীর সঙ্গে রোমান্টিক মুহূর্তের বেশ কয়েকটি ছবি পোস্ট করে নিজের হালনাগাদ অবস্থা জানান।