ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

মন্ত্রিসভায় রদবদল, পশ্চিমবঙ্গে হচ্ছে নতুন ৭ জেলা

  • আপডেট সময় : ০১:৫১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : কয়েকদিন ধরেই গুঞ্জন শুরু হয়েছে যে, ভারতের পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার রদবদল হতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়েছেন, আগামীকাল বুধবার (০৩ আগস্ট) মন্ত্রিসভার পরিবর্তন হতে চলেছে।
মুখ্যমন্ত্রী বলেন, সাধন পা-ে মারা যাওয়ার পর এখন পর্যন্ত ক্রেতা সুরক্ষা দফতর ফাঁকা। পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। তিনি অনেকগুলো দফতর সামলাতেন। পাশাপাশি সুব্রত মুখোপাধ্যায় মারা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত পঞ্চায়েত দফতর ফাঁকা পড়ে আছে। তাই আমরা খুব তাড়াতাড়ি এই দফতরগুলোর মন্ত্রী নিয়োগ করবো। বুধবার বিকেল ৪টার দিকে একটি ছোট মিটিং করে এই কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি। মমতা বলেন, চার থেকে পাঁচজন মন্ত্রী বাদ যাবেন। তাদের দলের কাজে লাগানো হবে। অপরদিকে পাঁচ থেকে ছয়জন নতুন মুখ আনা হবে। এছাড়াও তিনি আরও জানান, রাজ্যে ৭টি নতুন জেলা তৈরি হবে। মুর্শিদাবাদে কান্দি ও বহরমপুর, নদীয়ায় রানাঘাট, বাঁকুড়ায় বিষ্ণুপুর, দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবন, উত্তর ২৪ পরগনায় ইছামতি এবং বসিরহাটে একটি নতুন জেলা ঘোষণা করা হবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মন্ত্রিসভায় রদবদল, পশ্চিমবঙ্গে হচ্ছে নতুন ৭ জেলা

আপডেট সময় : ০১:৫১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২

প্রত্যাশা ডেস্ক : কয়েকদিন ধরেই গুঞ্জন শুরু হয়েছে যে, ভারতের পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার রদবদল হতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়েছেন, আগামীকাল বুধবার (০৩ আগস্ট) মন্ত্রিসভার পরিবর্তন হতে চলেছে।
মুখ্যমন্ত্রী বলেন, সাধন পা-ে মারা যাওয়ার পর এখন পর্যন্ত ক্রেতা সুরক্ষা দফতর ফাঁকা। পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। তিনি অনেকগুলো দফতর সামলাতেন। পাশাপাশি সুব্রত মুখোপাধ্যায় মারা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত পঞ্চায়েত দফতর ফাঁকা পড়ে আছে। তাই আমরা খুব তাড়াতাড়ি এই দফতরগুলোর মন্ত্রী নিয়োগ করবো। বুধবার বিকেল ৪টার দিকে একটি ছোট মিটিং করে এই কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি। মমতা বলেন, চার থেকে পাঁচজন মন্ত্রী বাদ যাবেন। তাদের দলের কাজে লাগানো হবে। অপরদিকে পাঁচ থেকে ছয়জন নতুন মুখ আনা হবে। এছাড়াও তিনি আরও জানান, রাজ্যে ৭টি নতুন জেলা তৈরি হবে। মুর্শিদাবাদে কান্দি ও বহরমপুর, নদীয়ায় রানাঘাট, বাঁকুড়ায় বিষ্ণুপুর, দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবন, উত্তর ২৪ পরগনায় ইছামতি এবং বসিরহাটে একটি নতুন জেলা ঘোষণা করা হবে।