ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন ইমরান খান

  • আপডেট সময় : ০২:০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৯টায় মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন; সেখান থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজ এ খবর জানিয়েছে। ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব ঘিরে গত কয়েকদিন ধরে দেশটির রাজনীতিতে নানা নাটকীয়তা দেখা যাচ্ছে।
গতকাল শনিবার ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোট হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী ইমরানের ভাগ্য নির্ধারণী অধিবেশন শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছিল। তখন বিরোধীদলের সব সদস্য উপস্থিত থাকলেও ইমরান খানসহ সরকারি দলের সামনের সারির অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন না। পরে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি করা হলেও নির্ধারিত ওই সময়ের দুই ঘণ্টা পর ফের অধিবেশন শুরু হয়। ইফতার এবং মাগরিবের নামাজের জন্য অধিবেশন পুনরায় স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন ইমরান খান

আপডেট সময় : ০২:০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২

প্রত্যাশা ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৯টায় মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন; সেখান থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজ এ খবর জানিয়েছে। ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব ঘিরে গত কয়েকদিন ধরে দেশটির রাজনীতিতে নানা নাটকীয়তা দেখা যাচ্ছে।
গতকাল শনিবার ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোট হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী ইমরানের ভাগ্য নির্ধারণী অধিবেশন শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছিল। তখন বিরোধীদলের সব সদস্য উপস্থিত থাকলেও ইমরান খানসহ সরকারি দলের সামনের সারির অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন না। পরে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি করা হলেও নির্ধারিত ওই সময়ের দুই ঘণ্টা পর ফের অধিবেশন শুরু হয়। ইফতার এবং মাগরিবের নামাজের জন্য অধিবেশন পুনরায় স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।