ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

মনোরম লকডাউন!

  • আপডেট সময় : ১০:০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে

তষার আবদুল্লাহ : আবার একটি মনরোম লকডাউন এলো। অবশ্য এলো বলা যাবে না । বলা উচিত বর্ধিত হলো । ঈদের আগে থেকেই লকডাউন চলছিল। বিপণিবিতান খুলে দিয়ে, উড়োজাহাজ খুলে দিয়ে, ফেরিঘাট উন্মুক্ত রেখে। পরে খোলা হয় আন্তঃগণপরিবহন। এই দফায় সকল প্রকার গণপরিবহন খুলে দেওয়া হলো। রেস্তোরাঁয় বসে খাওয়াও যাবে। শর্তটাও বেশ মনরোম-সীমিত পরিসরে। করোনাকালজুড়ে সীমিত পরিসরের ছুঁতোয় সবই চলেছে। গণপরিবহন চলেছে রাতের আঁধারে। কেবল বন্ধ ছিল রেল-লঞ্চ। বন্ধ থাকেনি খাওয়া-দাওয়া। বন্ধ রয়েছে শুধু বিদ্যায়তন। কিন্তু যাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বন্ধ বিদ্যায়তন, সেই শিক্ষক-শিক্ষার্থীরা ঘরে বসে নেই। বিপণিবিতান , রেস্তোরাঁ, বিনোদন কেন্দ্র সর্বত্রই তাদের ভিড় ছিল, আছে। আর সীমিত পরিসরে কাজ করে যাচ্ছেন , সরকারি কর্মচারী-কর্মকর্তারা। ঘরে বসে অফিস করছেন তারা ।
ঘরে বসে অফিস করতে গিয়ে, দপ্তরে নথির পাহাড় জমছে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক জটিলতার নিরসন হচ্ছে না। ভোগান্তি বাড়ছে মানুষের। কল-কারখানা, ব্যাংক, বেসরকারি অফিস-সেবা সংস্থা চালু রেখে, সরকারের কতিপয় কর্মচারী, কর্মকর্তার অবকাশ যাপন কেন? শুধুমাত্র বয়স্ক ও জটিল রোগে আক্রান্তরা ছাড় পেতে পারেন। আর যদি লকডাউন খাঁটি হয় , তবে তার সঠিক প্রকৃতি অনুসরণ করে সকলকেই ঘরে রাখতে হবে ।
আমাদের সন্তানরা দূরশিক্ষণের মাধ্যমে হয়তো পড়ালেখার সঙ্গে যোগাযোগ রাখছে। কিন্তু মনঃযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাঠে তাদের মনোযোগ নেই। অভিভাবক-শিক্ষকদের যৌথ চেষ্টাতেও পাঠে আনন্দ ফিরিয়ে আনা যাচ্ছে না । স্কুলে পড়ালেখা, শৃঙ্খলার কঠোরতার বাইরেও যে বিদ্যায়তনে আনন্দলোক আছে, সেটা আমরা স্কুল, কলেজ পেরোনো সকলেই জানি । শুধু বন্ধু, স্কুলের টিফিন, মাঠে খেলাধুলা করাই নয়, কখনো কখনো ক্লাসের টেবিল, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, করিডোর , স্কুল মাঠের গাছ কিংবা শুধু ঘণ্টা শোনার জন্যেও মন ছুটে যায় স্কুলে । আমি নিজেও পুত্রকে প্রায় মধ্যরাতে নিয়ে গেছি স্কুলে। গেটের বাইরে দাঁড়িয়ে কি মায়া চোখে ও দেখছিল স্কুলটাকে । গেট , দরজা স্পর্শ করা দেখে, মনে হচ্ছিল কতদিন পর আপন কাউকে ছুঁয়ে দেখলো। বিদ্যায়তনে না গিয়ে শিশুদের মধ্যে যে অবসাদ কাজ করছে, তার মাশুল আমাদের দীর্ঘদিন গুনতে হবে, শিক্ষার ক্ষতি তো আছেই।
নাগরিক স্বাস্থ্য সুরক্ষার জন্য যেকোনো পদক্ষেপ রাষ্ট্র বা সরকার নিতেই পারে। কিন্তু তার বাস্তব ঘনিষ্ঠতা থাকা দরকার। ঘরের সকল দরজা-জানালা খুলে দিয়ে, বাইরের গেটে তালা ঝুলিয়ে রাখা কোনো বুদ্ধিমান গৃহস্থের কাজ নয়। বাইরে তালা ঝুললেও দরজা-জানালা খোলা থাকায় চোর প্রবেশের ঝুঁকি রয়েই যায়। শুধু কতিপয় সরকারি কর্মচারীর স্বাস্থ্য সুরক্ষা দরকার, আর কারো প্রয়োজন নেই এমন ভাবলে চলবে না। বিদ্যায়তনও পরীক্ষামূলকভাবে ধীরে ধীরে খুলে দেয়ার কথা ভাবতে হবে। সেশন জট এমনিতেই বাধতে শুরু করেছে। আমাদের সকলকেই স্মরণে রাখতে হবে, যেটা বহুবার বলা হচ্ছে করোনাকাল সীমিত থাকছে না । দীর্ঘ হবে, সুতরাং ব্যক্তি ও জাতীয় জীবনকে সেভাবেই অভ্যস্ত বা সাজিয়ে নিতে হবে। মনোরম লকডাউন এক্ষেত্রে কোনো সমাধান নয়, বরং জীবনের জটিলতা বাড়াবে।
লেখক: লেখক ও সাংবাদিক

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মনোরম লকডাউন!

আপডেট সময় : ১০:০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১

তষার আবদুল্লাহ : আবার একটি মনরোম লকডাউন এলো। অবশ্য এলো বলা যাবে না । বলা উচিত বর্ধিত হলো । ঈদের আগে থেকেই লকডাউন চলছিল। বিপণিবিতান খুলে দিয়ে, উড়োজাহাজ খুলে দিয়ে, ফেরিঘাট উন্মুক্ত রেখে। পরে খোলা হয় আন্তঃগণপরিবহন। এই দফায় সকল প্রকার গণপরিবহন খুলে দেওয়া হলো। রেস্তোরাঁয় বসে খাওয়াও যাবে। শর্তটাও বেশ মনরোম-সীমিত পরিসরে। করোনাকালজুড়ে সীমিত পরিসরের ছুঁতোয় সবই চলেছে। গণপরিবহন চলেছে রাতের আঁধারে। কেবল বন্ধ ছিল রেল-লঞ্চ। বন্ধ থাকেনি খাওয়া-দাওয়া। বন্ধ রয়েছে শুধু বিদ্যায়তন। কিন্তু যাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বন্ধ বিদ্যায়তন, সেই শিক্ষক-শিক্ষার্থীরা ঘরে বসে নেই। বিপণিবিতান , রেস্তোরাঁ, বিনোদন কেন্দ্র সর্বত্রই তাদের ভিড় ছিল, আছে। আর সীমিত পরিসরে কাজ করে যাচ্ছেন , সরকারি কর্মচারী-কর্মকর্তারা। ঘরে বসে অফিস করছেন তারা ।
ঘরে বসে অফিস করতে গিয়ে, দপ্তরে নথির পাহাড় জমছে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক জটিলতার নিরসন হচ্ছে না। ভোগান্তি বাড়ছে মানুষের। কল-কারখানা, ব্যাংক, বেসরকারি অফিস-সেবা সংস্থা চালু রেখে, সরকারের কতিপয় কর্মচারী, কর্মকর্তার অবকাশ যাপন কেন? শুধুমাত্র বয়স্ক ও জটিল রোগে আক্রান্তরা ছাড় পেতে পারেন। আর যদি লকডাউন খাঁটি হয় , তবে তার সঠিক প্রকৃতি অনুসরণ করে সকলকেই ঘরে রাখতে হবে ।
আমাদের সন্তানরা দূরশিক্ষণের মাধ্যমে হয়তো পড়ালেখার সঙ্গে যোগাযোগ রাখছে। কিন্তু মনঃযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাঠে তাদের মনোযোগ নেই। অভিভাবক-শিক্ষকদের যৌথ চেষ্টাতেও পাঠে আনন্দ ফিরিয়ে আনা যাচ্ছে না । স্কুলে পড়ালেখা, শৃঙ্খলার কঠোরতার বাইরেও যে বিদ্যায়তনে আনন্দলোক আছে, সেটা আমরা স্কুল, কলেজ পেরোনো সকলেই জানি । শুধু বন্ধু, স্কুলের টিফিন, মাঠে খেলাধুলা করাই নয়, কখনো কখনো ক্লাসের টেবিল, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, করিডোর , স্কুল মাঠের গাছ কিংবা শুধু ঘণ্টা শোনার জন্যেও মন ছুটে যায় স্কুলে । আমি নিজেও পুত্রকে প্রায় মধ্যরাতে নিয়ে গেছি স্কুলে। গেটের বাইরে দাঁড়িয়ে কি মায়া চোখে ও দেখছিল স্কুলটাকে । গেট , দরজা স্পর্শ করা দেখে, মনে হচ্ছিল কতদিন পর আপন কাউকে ছুঁয়ে দেখলো। বিদ্যায়তনে না গিয়ে শিশুদের মধ্যে যে অবসাদ কাজ করছে, তার মাশুল আমাদের দীর্ঘদিন গুনতে হবে, শিক্ষার ক্ষতি তো আছেই।
নাগরিক স্বাস্থ্য সুরক্ষার জন্য যেকোনো পদক্ষেপ রাষ্ট্র বা সরকার নিতেই পারে। কিন্তু তার বাস্তব ঘনিষ্ঠতা থাকা দরকার। ঘরের সকল দরজা-জানালা খুলে দিয়ে, বাইরের গেটে তালা ঝুলিয়ে রাখা কোনো বুদ্ধিমান গৃহস্থের কাজ নয়। বাইরে তালা ঝুললেও দরজা-জানালা খোলা থাকায় চোর প্রবেশের ঝুঁকি রয়েই যায়। শুধু কতিপয় সরকারি কর্মচারীর স্বাস্থ্য সুরক্ষা দরকার, আর কারো প্রয়োজন নেই এমন ভাবলে চলবে না। বিদ্যায়তনও পরীক্ষামূলকভাবে ধীরে ধীরে খুলে দেয়ার কথা ভাবতে হবে। সেশন জট এমনিতেই বাধতে শুরু করেছে। আমাদের সকলকেই স্মরণে রাখতে হবে, যেটা বহুবার বলা হচ্ছে করোনাকাল সীমিত থাকছে না । দীর্ঘ হবে, সুতরাং ব্যক্তি ও জাতীয় জীবনকে সেভাবেই অভ্যস্ত বা সাজিয়ে নিতে হবে। মনোরম লকডাউন এক্ষেত্রে কোনো সমাধান নয়, বরং জীবনের জটিলতা বাড়াবে।
লেখক: লেখক ও সাংবাদিক