আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্য প্রদেশের ইন্দোর শহরে দোতলা একটি ভবনে আগুনের ঘটনায় দুই নারীসহ সাত জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, ওই ভবন থেকে মোট নয় জনকে উদ্ধার করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় গতকাল শনিবার ভোররাতের দিকে আগুনে আরও পাঁচ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভোররাত প্রায় ৩টা ১০ মিনিটের দিকে ভবনের বেইসমেন্টে প্রধান বৈদ্যুতিক লাইনের একটি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর, সেখানে থাকা মোটরসাইকেল ও গাড়িতে আগুন লেগে পুরো ভবনেই আগুন ছড়িয়ে যায়। ওই বাড়ির বাসিন্দারা তখন ঘুমিয়ে ছিলেন। স্থানীয় থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া, ভবন মালিক আনসার প্যাটেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত অব্যাহত আছে।