ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

মধ্যরাতে ভয়ংকর এক অভিজ্ঞতার মুখোমুখি অভিনেত্রী

  • আপডেট সময় : ০৮:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: মধ্যরাতে ভয়ংকর এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। আনুমানিক রাত ৩টার দিকে তাঁর বাড়ির দরজায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি টানা প্রায় ১০ মিনিট ধরে বেল বাজাতে থাকে এবং দরজা খুলতে বলে। এতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন উরফি।

ই-টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে উরফি জানান, কেউ একজন দীর্ঘক্ষণ দরজার বেল বাজাচ্ছিল।

পরিস্থিতি বুঝতে তিনি যখন দরজার কাছে গিয়ে দেখেন, তখন একজন ব্যক্তি তাঁকে দরজা খুলতে বলেন। সেই সময় তার পাশের কোণায় আরেকজন লোক দাঁড়িয়ে ছিলেন।

এই ঘটনা প্রসঙ্গে উরফি বলেন, “এটা সত্যিই খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা। রাত ৩টার সময় কেউ যদি কোনও মেয়ের বাড়ির বাইরে এসে গেট খুলতে বলে, সেটা স্বাভাবিকভাবেই আতঙ্কের।
বিশেষ করে যখন মেয়েরা একা থাকে, তখন এমন পরিস্থিতি আরও বেশি ভীতিকর হয়ে ওঠে।”

ঘটনার পর উরফি পুলিশে ফোন করেন। তবে অভিযোগ, ওই অজ্ঞাত ব্যক্তিরা পুলিশ এবং উরফির সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। উরফির দাবি, তারা রূঢ় আচরণ করে এবং অভদ্র ভাষায় সেখান থেকে চলে যেতে বলে।

পাশাপাশি পুরো ঘটনার দায় অস্বীকারও করে। সবশেষে উরফি জানান, “আমি জানতে চাই, ওদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই নেটমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই উরফির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।

ওআ/আপ্র/২২/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মধ্যরাতে ভয়ংকর এক অভিজ্ঞতার মুখোমুখি অভিনেত্রী

আপডেট সময় : ০৮:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: মধ্যরাতে ভয়ংকর এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। আনুমানিক রাত ৩টার দিকে তাঁর বাড়ির দরজায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি টানা প্রায় ১০ মিনিট ধরে বেল বাজাতে থাকে এবং দরজা খুলতে বলে। এতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন উরফি।

ই-টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে উরফি জানান, কেউ একজন দীর্ঘক্ষণ দরজার বেল বাজাচ্ছিল।

পরিস্থিতি বুঝতে তিনি যখন দরজার কাছে গিয়ে দেখেন, তখন একজন ব্যক্তি তাঁকে দরজা খুলতে বলেন। সেই সময় তার পাশের কোণায় আরেকজন লোক দাঁড়িয়ে ছিলেন।

এই ঘটনা প্রসঙ্গে উরফি বলেন, “এটা সত্যিই খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা। রাত ৩টার সময় কেউ যদি কোনও মেয়ের বাড়ির বাইরে এসে গেট খুলতে বলে, সেটা স্বাভাবিকভাবেই আতঙ্কের।
বিশেষ করে যখন মেয়েরা একা থাকে, তখন এমন পরিস্থিতি আরও বেশি ভীতিকর হয়ে ওঠে।”

ঘটনার পর উরফি পুলিশে ফোন করেন। তবে অভিযোগ, ওই অজ্ঞাত ব্যক্তিরা পুলিশ এবং উরফির সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। উরফির দাবি, তারা রূঢ় আচরণ করে এবং অভদ্র ভাষায় সেখান থেকে চলে যেতে বলে।

পাশাপাশি পুরো ঘটনার দায় অস্বীকারও করে। সবশেষে উরফি জানান, “আমি জানতে চাই, ওদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই নেটমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই উরফির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।

ওআ/আপ্র/২২/১২/২০২৫