এনডিটিভি : ভারতের মধ্যপ্রদেশের জবলপুরের একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকা-ে অন্তত ৮ জন মারা গেছেন। খবর এনডিটিভির। গতকাল সোমবার বিকেলে জবলপুরের দামোহ নাকা এলাকার কাছে নিউ লাইফ মাল্টি-স্পেশালিটি হাসপাতালে এ আগুন লাগে। পুলিশ বলছে, আগুনে পাঁচজন রোগী ও হাসপাতালের তিনজন কর্মী মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১২ জন। জবলপুরের পুলিশ সুপার অখিলেশ গৌর বলেন, ‘এটি একটি বিশাল অগ্নিকা- ছিল। আমাদের দলগুলো হাসপাতালের ভেতরে আটকে থাকা সবাইকে উদ্ধার করেছে। আগুন নিভিয়ে ফেলা হয়েছে।’ পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে অগ্নিকা-ে যারা মারা গেছেন তাদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
জনপ্রিয় সংবাদ