টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘বৈকালিক স্বস্থ্যসেবা’ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা আড়াইটায় ভার্চুয়াল এ বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সময় টাঙ্গাইল থেকে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো মিনহাজ উদ্দিন মিয়া, মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান। বৈকালিক স্বস্থ্যসেবার মধ্যমে এখন থেকে প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত ফি দিয়ে চিকিৎসা সেবা নিতে পারবেন রোগীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা গেছে, প্রফেসর চিকিৎসকের ফি হবে ৫০০ টাকা। সহযোগী অধ্যাপকের ফি ৪০০ টাকা। সহকারী অধ্যাপক পাবেন ৩০০ টাকা। আর এমবিবিএস চিকিৎসকের ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। একজন অধ্যাপক সপ্তাহে দুই দিন, সহযোগী অধ্যাপক দুই দিন, সহকারী অধ্যাপক দুই দিন রোগী দেখবেন। দুপুরের পরেও হাসপাতাল থেকে সল্পমূল্যে প্রয়োজনীয় রোগ নির্নয় করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার বৈকালিক স্বাস্থ্যসেবা প্রদান করেন ডা. অতসী চন্দ।