ক্রীড়া ডেস্ক : গত মৌসুমে যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন রদ্রিগো। গুরুত্বপূর্ণ সময়ে গোল করেছেন, দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি জানিয়েছেন, আগামী মৌসুমে আরও উন্নতি করতে চান। বলেছেন, লুকা মদ্রিচ তার কাছে বাবার মতো। চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রদ্রিগোর উদ্দেশ্যে ‘আউটসাইড দ্য বক্স’ পাস বাড়িয়েছিলেন লুকা মদ্রিচ। ম্যাচটিতে রিয়াল মাদ্রিদের জয় পাওয়ায় দারুণ ভূমিকা রেখেছিল গোলটি। মদ্রিচের ব্যাপারে রদ্রিগো বলেছেন, ‘সে সত্যিই আমাকে সাহায্য করে। তার সঙ্গে খেলা কিছুটা সহজ কোয়ালেটির কারণে। সে আমার কাছে বাবার মতো। ’ রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে রদ্রিগো বলেছেন, ‘আনচেলত্তি জেতে, এটাই সে করে। সে সবসময় জেতে, অবিশ্বাস্য। সে যেখানেই গেছে, সফল হয়েছে আর এখানেও কোনো ব্যতিক্রম হয়নি। আমাদের সঙ্গে সে অসাধারণ কাজ করছে যোগ দেওয়ার পর থেকেই। ’ ‘আমার মনে আছে প্রাক-মৌসুমে সে আমাদের কী বলেছে, আমাদের পরামর্শ দিয়েছে। দল আরও সমৃদ্ধ করছে আর পুরো মৌসুমজুড়ে উন্নতি করছে। তার কিছু কঠিন সময় কেটেছে কিন্তু শেষ অবধি সবকিছু ভালোভাবেই হয়েছে। ’আগামী মৌসুমে নিজের পরিকল্পনা নিয়ে এই ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘আমি প্রতিদিন আরও বেশি গোল করতে চাই, আরও বেশি অ্যাসিস্ট, আরও বেশি খেলতে চাই। আমি বিশ্বাস করি উন্নতি করছি আর প্রতি মৌসুমেই আরও ভালো খেলছি। ’‘আমার মনে হয় প্রথম মৌসুমে আমি ভালো খেলেছি, ইনজুরির কারণে দ্বিতীয় বছর তেমন খেলতে পারিনি। আর তৃতীয় মৌসুমটা তো আরও ভালো কেটেছে। আসন্ন মৌসুমগুলোতে আমার বিশ্বাস আগেরগুলোর চেয়ে ভালো করবো।