ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

মতিঝিলের ওয়ার্কশপে হঠাৎ আগুনে পুড়ল বাস, প্রাইভেট কার

  • আপডেট সময় : ০২:৫৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • ১৭৪ বার পড়া হয়েছে

মহানগর প্রতিবেদন : লকডাউনের মধ্যে রাজধানীর মতিঝিলে একটি গাড়ি মেরামতের ওয়ার্কশপ ও গ্যারেজে আগুন লেগে অন্তত দুটি বাস ও দুটি প্রাইভেট কার পুড়ে গেছে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে মধুমিতা সিনেমা হলের পেছনে আই অগ্নিকা-ের আগে শনিবার রাতে কমলাপুর বিআরটিসি কাউন্টারের সামনে পুড়েছে আরও দুটি বাস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, সকালে মধুমিতা সিনেমা হলের পেছনে একটি গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা সেখানে যান। আধা ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে ওই গ্যারেজের ব্যাপক ক্ষতি হয়। দুটি বাসের পাশাপাশি দুটো প্রাইভেট পোড়া অবস্থায় দেখা যায় সেখানে। তবে কীভাবে সেখানে আগুন লাগল সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।
এদিকে শনিবার রাত ৮টার দিকে কমলাপুরে বিআরটিসি কাউন্টারের সামনে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে আগুন লাগে। এর মধ্যে বিআরটিসির একটি বাস পুরোপুরি পুড়ে গেছে, অন্যটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান এরশাদ হোসেন। তিনি বলেন, “আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাবে না।”

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভূমিকম্প: শ্রীপুরে পোশাক কারখানায় হুড়োহুড়িতে শতাধিক শ্রমিক আহত

মতিঝিলের ওয়ার্কশপে হঠাৎ আগুনে পুড়ল বাস, প্রাইভেট কার

আপডেট সময় : ০২:৫৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১

মহানগর প্রতিবেদন : লকডাউনের মধ্যে রাজধানীর মতিঝিলে একটি গাড়ি মেরামতের ওয়ার্কশপ ও গ্যারেজে আগুন লেগে অন্তত দুটি বাস ও দুটি প্রাইভেট কার পুড়ে গেছে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে মধুমিতা সিনেমা হলের পেছনে আই অগ্নিকা-ের আগে শনিবার রাতে কমলাপুর বিআরটিসি কাউন্টারের সামনে পুড়েছে আরও দুটি বাস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, সকালে মধুমিতা সিনেমা হলের পেছনে একটি গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা সেখানে যান। আধা ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে ওই গ্যারেজের ব্যাপক ক্ষতি হয়। দুটি বাসের পাশাপাশি দুটো প্রাইভেট পোড়া অবস্থায় দেখা যায় সেখানে। তবে কীভাবে সেখানে আগুন লাগল সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।
এদিকে শনিবার রাত ৮টার দিকে কমলাপুরে বিআরটিসি কাউন্টারের সামনে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে আগুন লাগে। এর মধ্যে বিআরটিসির একটি বাস পুরোপুরি পুড়ে গেছে, অন্যটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান এরশাদ হোসেন। তিনি বলেন, “আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাবে না।”