ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

মঞ্জু হত্যা: আ. লীগের ৬ নেতাকর্মীর যাবজ্জীবন

  • আপডেট সময় : ০২:২৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মঞ্জু হত্যা মামলায় আওয়ামী লীগের ছয় নেতাকর্মীর যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। রায়ে ২৯ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের আব্দুল মতলেব আলী ছেলে আব্দুল্লাহ, একই গ্রামের বাদশা আলীর ছেলে রুবেল, মৃত মকছেদ আলীর ছেলে কাশেম, মৃত ফকির চাঁদের ছেলে রুহুল আমিন, আফসার আলীর ছেলে নজরুল ও ফরিদ। এর মধ্যে রুহুল আমিন পান্টি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। দ-প্রাপ্ত প্রত্যেকেই আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী।
রায় ঘোষণার সময় রুবেল ছাড়া দ-প্রাপ্ত পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের এপ্রিলে কুমারখালী উপজেলার পান্টি গ্রামের চেয়ারম্যান পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল মঞ্জুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মঞ্জুর বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ এপ্রিল আদালতে ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন উপ পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন। এরপর আদালত এ মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মঞ্জু হত্যা: আ. লীগের ৬ নেতাকর্মীর যাবজ্জীবন

আপডেট সময় : ০২:২৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মঞ্জু হত্যা মামলায় আওয়ামী লীগের ছয় নেতাকর্মীর যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। রায়ে ২৯ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের আব্দুল মতলেব আলী ছেলে আব্দুল্লাহ, একই গ্রামের বাদশা আলীর ছেলে রুবেল, মৃত মকছেদ আলীর ছেলে কাশেম, মৃত ফকির চাঁদের ছেলে রুহুল আমিন, আফসার আলীর ছেলে নজরুল ও ফরিদ। এর মধ্যে রুহুল আমিন পান্টি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। দ-প্রাপ্ত প্রত্যেকেই আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী।
রায় ঘোষণার সময় রুবেল ছাড়া দ-প্রাপ্ত পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের এপ্রিলে কুমারখালী উপজেলার পান্টি গ্রামের চেয়ারম্যান পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল মঞ্জুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মঞ্জুর বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ এপ্রিল আদালতে ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন উপ পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন। এরপর আদালত এ মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য করেন।