আন্তর্জাতিক ডেস্ক: মক্কার মসজিদুল হারাম (গ্র্যান্ড মসজিদ) কর্মরত এক বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীর উদারতা ও বিনয়ের ঘটনা বিশ্বজুড়ে মানুষের হৃদয় জয় করেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওই কর্মী নিজের ব্যবহারের জায়নামাজটি একজন নামাজিকে দিয়ে দিচ্ছেন। তার এই সামান্য কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ কাজের জন্য সৌদি কর্তৃপক্ষ তাকে বিশেষ সম্মাননা জানিয়েছে।
ঘটনার বিবরণ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাংলাদেশি ওই পরিচ্ছন্নতাকর্মী নিজের ব্যক্তিগত জায়নামাজটি একজন দর্শনার্থীকে নামাজের জন্য দিয়ে দেওয়ার দৃশ্যটি নেটিজেনদের ব্যাপকভাবে আবেগাপ্লুত করে এবং মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে।
কর্তৃপক্ষের সম্মাননা এই ঘটনার পর মক্কা মিউনিসিপ্যালিটি ওই কর্মীকে খুঁজে বের করে তার বিনয়, করুণা এবং মুসল্লিদের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা প্রদান করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্বীকৃতি তার অনুকরণীয় আচরণ এবং হজযাত্রীদের প্রতি আন্তরিক সেবার জন্য দেওয়া হয়েছে। কর্মকর্তারা এই ঘটনাটিকে মক্কা এবং গ্র্যান্ড মসজিদের মূল্যবোধের একটি শক্তিশালী প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন।
সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, ওই কর্মীর নাম আপন আবু বকর। ভিডিওতে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে, তিনি তার সারা জীবন মক্কায় সেবা করে যেতে চান। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তার সততা ও নিঃস্বার্থ সেবার ভূয়সী প্রশংসা করছেন এবং পবিত্র স্থানগুলোতে এমন নিভৃত সেবাকারীদের অবদানের কথা স্মরণ করছেন।
তথ্যসূত্র গালফ নিউজ
ওআ/আপ্র/১৪/০১/২০২৬




















