প্রত্যাশা ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠকের আয়োজন চলছে। গত সোমবার (১৩ জানুয়ারি) বলেছেন, আগামী সপ্তাহে শপথ গ্রহণের পর খুব দ্রুত তিনি পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন।
২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। শপথ গ্রহণের পর খুবই দ্রুত তিনি পুতিনের সঙ্গে বৈঠকে বসার কথা বললেও ওই বৈঠক ঠিক কবে নাগাদ হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প।
ট্রাম্প ও পুতিনের বৈঠক হলে সেটা হবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ দুই নেতার প্রথম বৈঠক। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। ক্ষমতায় গেলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন, এবারের নির্বাচনী প্রচারের সময় আত্মবিশ্বাসের সঙ্গে এ কথা বলে গেছেন ট্রাম্প।
কোন কৌশলে ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করবেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প নিউসম্যাক্সকে বলেন, ‘দেখুন, সেখানে কেবল একটি কৌশলই আছে এবং সেটা পুতিনের ওপর নির্ভর করছে। এই যুদ্ধ যেভাবে চলছে, সেটা নিয়ে পুতিন খুবই রোমাঞ্চিত হয়ে আছেন, এমনটা আমি কল্পনা করতে পারছি না। কারণ, এমনকি তাঁর জন্যও এই যুদ্ধ ঠিকঠাকমতো চলছে না।’
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, পুতিনও তাঁর সঙ্গে দেখা করতে চাইছেন। ট্রাম্প বলেন, ‘আমি খুব দ্রুত দেখা করতে চলেছি। আমি যত দ্রুত সম্ভব এটা করব…আগে তো আপনাকে দায়িত্ব নিতে হবে। কিছু কিছু জিনিস আছে, সেগুলো আপনাকে সেখানে বসে করতে হবে।’
ট্রাম্পের মতো একই কথা বলেছেন তাঁর বেছে নেওয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। গত রোববার তিনি বলেছিলেন, আগামী কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যেই তিনি ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপ প্রত্যাশা করছেন।
১৯৬২ সালে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর ইউক্রেন যুদ্ধ নিয়েই প্রথম মস্কো এবং পশ্চিমা বিশ্বের মধ্যে সম্পর্কের এতটা অবনতি হয়েছে।