কনক কুমার প্রামানিক :
কংক্রিটের বিশাল সুপ্রশস্ত মম হৃদ প্রাসাদে
নিত্য সেথায় কতশত রঙিন স্বপ্নের বসবাস
নশ্বর দেহে চলে অশরীরী আত্মার বাড়াবাড়ি
নিরন্তর চাওয়া পাওয়াগুলো করে হাঁসফাঁস।
ক্রমশঃ ভ্রমে ভ্রমে স্তমিত রঙিন জীবন রবি
স্বার্থময় পৃথিবীতে শুধুই অর্থের বাড়াবাড়ি,
মেলায় না কেউ পরপারের হিসাবের খাতা
সারাক্ষণ চলমান শুধু অর্থের কাড়াকাড়ি।
মৃত্যু একদিন অবধারিত পড়ে রবে শুধু লাশ
পার্থিব বিলাসিতা জেনেও করে ভ্রান্তিবিলাস।