ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

ভ্রমণে সতর্ক করলো স্বাস্থ্য অধিদফতর

  • আপডেট সময় : ০১:০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
  • ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : এই বছরের মে মাস থেকে ম্যালেরিয়া রোগের মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ডা. রোবেদ আমীন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রকোপ বান্দরবান জেলায়। তাই এইখানে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
গতকাল সোমবার স্বাস্থ্য বুলেটিনে তিনি এই তথ্য জানান। রোবেদ আমীন বলেন, রাঙামাটি , বান্দরবান এবং খাগড়াছড়িতে ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে। এই বছরের মে মাসে শুধু বান্দরবানে ২৬০ জন রোগী আমরা চিহ্নিত করতে পেরেছি। এই বছরে জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫৩৫ জন ম্যালেরিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। মে মাসেই মোট ম্যালেরিয়া রোগীর সংখ্যা ৩২৩ , যার মধ্যে বান্দরবানে ২৬০ জন ছাড়াও রাঙ্গামাটিতে ৪১ জন, খাগড়াছড়িতে ৫ জন, চট্টগ্রামে ৩ জন এবং কক্সবাজারে ১৪ জন আছে। যদিও প্রকোপ গত বছর বা তার আগের বছরের থেকে কম কিন্তু গত বছরের এই সময়ের কথা যদি বিবেচনা করা হয় তাহলে ১১ শতাংশ বেড়েছে। তিনি আরও বলেন, বান্দরবানকে সবচেয়ে সংক্রমিত এলাকা বলা হচ্ছে ম্যালেরিয়ার জন্য কারণ যত রোগী পাওয়া গেছে তার ৭৫ শতাংশই বান্দরবান জেলায়। সারাদেশ থেকে এই জেলায় দেশি বিদেশি পর্যটকরা আসেন। তাই আমি বলবো অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। কারণ এই বছর দু’জন রোগী তীব্র ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গত বছর মৃত্যু ছিল শুধু ১ জন, এই বছর ইতোমধ্যে ২ জনের মৃত্যু আমরা দেখেছি। তাই সবাইকে সাবধানতার সঙ্গে ম্যালেরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বার্ন ইউনিটে ৩৩ জন ভর্তি, ৩ জনের অবস্থা সংকটাপন্ন

ভ্রমণে সতর্ক করলো স্বাস্থ্য অধিদফতর

আপডেট সময় : ০১:০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক : এই বছরের মে মাস থেকে ম্যালেরিয়া রোগের মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ডা. রোবেদ আমীন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রকোপ বান্দরবান জেলায়। তাই এইখানে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
গতকাল সোমবার স্বাস্থ্য বুলেটিনে তিনি এই তথ্য জানান। রোবেদ আমীন বলেন, রাঙামাটি , বান্দরবান এবং খাগড়াছড়িতে ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে। এই বছরের মে মাসে শুধু বান্দরবানে ২৬০ জন রোগী আমরা চিহ্নিত করতে পেরেছি। এই বছরে জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫৩৫ জন ম্যালেরিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। মে মাসেই মোট ম্যালেরিয়া রোগীর সংখ্যা ৩২৩ , যার মধ্যে বান্দরবানে ২৬০ জন ছাড়াও রাঙ্গামাটিতে ৪১ জন, খাগড়াছড়িতে ৫ জন, চট্টগ্রামে ৩ জন এবং কক্সবাজারে ১৪ জন আছে। যদিও প্রকোপ গত বছর বা তার আগের বছরের থেকে কম কিন্তু গত বছরের এই সময়ের কথা যদি বিবেচনা করা হয় তাহলে ১১ শতাংশ বেড়েছে। তিনি আরও বলেন, বান্দরবানকে সবচেয়ে সংক্রমিত এলাকা বলা হচ্ছে ম্যালেরিয়ার জন্য কারণ যত রোগী পাওয়া গেছে তার ৭৫ শতাংশই বান্দরবান জেলায়। সারাদেশ থেকে এই জেলায় দেশি বিদেশি পর্যটকরা আসেন। তাই আমি বলবো অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। কারণ এই বছর দু’জন রোগী তীব্র ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গত বছর মৃত্যু ছিল শুধু ১ জন, এই বছর ইতোমধ্যে ২ জনের মৃত্যু আমরা দেখেছি। তাই সবাইকে সাবধানতার সঙ্গে ম্যালেরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।