নিজস্ব প্রতিবেদক: ভ্যাপসা গরমের মধ্যে ঢাকায় হঠাৎ বৃষ্টি হয়েছে। দিনভর তীব্র গরমের পর হঠাৎ এ বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার পর থেকে আকাশ মেঘলা হতে থাকে। ৫টার পর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি।
বিশেষ করে ঢাকার আগারগাঁও, ফার্মগেট, মগবাজার, কাওরান বাজারসহ বিভিন্ন স্থানে বৃষ্টির হয়েছে।
হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে অনেকেই রাস্তায় আটকা পড়েন। অফিস শেষে বাসায় ফেরা মানুষজন দুর্ভোগে পড়েন।
আবহাওয়াবিদরা বলছেন, দিনের তীব্র গরম ও বাতাসে আর্দ্রতার কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এতে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
আবহাওয়াবিদ শাহবাজ সুলতানা জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তা কম, এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না। আগামীকাল বৃহস্পতিবারও রাজধানীতে ছিঁটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এসি/আপ্র/১০/০৯/২০২৫