ভোলা প্রতিনিধি : ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ ৬৭৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
মামলায় ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে। হত্যা মামলায় অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলা দুটিতে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, দৌলতখানে এক জন ও বোরহানউদ্দিনে ৩ জন।
গত রোববার রাতে ভোলা সদর মডেল থানায় এ দুটি মামলা দায়ের করা হয়। ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. জসিম বাদী হয়ে পুলিশের ওপর হামলার এবং স্বেচ্ছাসেবক দল কর্মী হত্যার ঘটনায় এ মামলা দায়ের করা হয়। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে. এনায়েত হোসেন মামলার তথ্য নিশ্চিত করেন। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এদিকে স্বেচ্ছাসেবক দলের কর্মী আ. রহিম হত্যাকা-ের ঘটনায় বিএনপির পক্ষ থেকে পাল্টা আরেকটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্বেচ্ছাসেবকদলের এক কর্মী নিহত ও ছয় পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হন।
ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে দুই মামলা, আসামি ৬৭৫
ট্যাগস :
ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে দুই মামলা
জনপ্রিয় সংবাদ