খুলনা সংবাদদাতা : ডামি ভোটের খেলা বর্জন করার আহবান জানিয়ে খুলনায় বিএনপি নেতারা বলেছেন, দেশে একতরফা নির্বাচনের আয়োজন করেছে আওয়ামী লীগ। তারা আইনশৃঙ্খলা বাহিনী ও সিভিল প্রশাসনকে বিশেষ সুবিধা দিয়ে জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রকে হত্যা করেছে। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) নগরীর পিকচার প্যালেস মোড় এলাকায় তিনদিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির শেষে দিনে নেতারা এসব কথা বলেন। তারা আরও বলেন, তামাশার নির্বাচনে জনগণের কোনো আগ্রহ নাই। তাই তারা ভোটকেন্দ্রে যাবে না। কারণ এ নির্বাচন জনগণের জন্য অভিশাপ আর দখলদার আওয়ামী লীগের জন্য মহোৎসব। জনগণকে জিম্মি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে ত্রাসের রাজত্ম কায়েম করেছে। জনগণ আওয়ামী লীগের দুঃশাসন ও দুর্বৃত্তায়নের কবল থেকে মুক্তি চায়। এসময় তারা ৭ জানুয়ারি ডামি ভোটের খেলা বর্জন, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকার আহবান জানান। এছাড়া অসহযোগ আন্দোলন ও ভোট বর্জনের পক্ষে জনমত গঠনে সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত, ব্যাংকে লেনদেন এড়িয়ে চলতে, রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা গায়েবি মামলায় অভিযুক্তগণ মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন তারা।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন খান জুলফিকার আলি জুলু, শেখ তৈয়েবুর রহমান, শামসুল আলম পিন্টু, এনামুল হক সজল, আরিফুর রহমান, আতাউর রহমান রনু, আব্দুল্লাহ হেল কাফি সখা, জাবির আলী, রফিকুল ইসলাম, শোভন, হুমায়ুন কবির রুবেল, রাকিব হোসেন, আবু জাফর, কাজল, সিরাজুল ইসলাম সাগর, অনিক আহমেদ, ইমতিয়াজ আলী, রেজাউল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবক দলের আবু তাহের হীরা, রফিকুল ইসলাম, সোহাগ মুন্সি, এস এম রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন, আসাদুজ্জামান বিল্পব, শাহাবুদ্দিন আহম্মেদ, টুটল আহমেদ, ফরিদ আহমেদ, ফরিদ হোসেন, সেকেন্দার আলী, শাহিন প্রমুখ।
লালমনিরহাটে লিফলেট বিতরণকালে বিএনপির নেতা আটক
লালমনিরহাট সংবাদদাতা
বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণকালে নুরজামাল নামে বিএনপির এক নেতাকে আটক করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট শহরের সেনা মৈত্রী হকার্স মার্কেট সামনে থেকে তাকে আটক করা হয়। আটক নুরজামাল লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। স্থানীয়রা জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অসহযোগ আন্দোলনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে বিএনপি। শনিবার দুপুরে বিএনপির কিছু নেতাকর্মী লিফলেট নিয়ে সেনা মৈত্রী হকার্স মার্কেট এলাকায় লিফলেট বিতরণ করে। এ খবর পেয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালালে বাকিরা পালিয়ে গেলেও লিফলেটসহ নুরজামালকে আটক করা হয়। লালমনিরহাট জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মজমুল প্রামাণিক বলেন, আমরা লিফলেট বিতরণ শেষ বাসায় ফিরছিলাম হঠাৎ খবর পেলাম জামালকে আটক করছে সাদা পোশাক পরিহিত পুলিশ। তবে কি বিষয়ে তাকে আটক করা হয়েছে তা আমরা জানি না। জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে বিস্তারিত জানানো হবে।