ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

ভোট থেকে সরলেন ঢাকা সিটির ১৫ আসনের ২৬ প্রার্থী

  • আপডেট সময় : ০১:৫১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, দলটির প্রভাবশালী সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ও আওয়ামী লীগের হাবিব হাসানসহ ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে ২৬ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করছেন। গতকাল রোববার ১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তারা প্রার্থিতা প্রত্যাহার করেন।
ঢাকা মহনগরীর আসন থেকে যেসব প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন তারা হলেন– ঢাকা-৪ আসন থেকে জাকের পার্টির মো. রবিউল ইসলাম, ঢাকা-৫ আসনে জাতীয় পার্টির মীর আব্দুস সবুর ও স্বতন্ত্র কাজী মনিরুল ইসলাম, ঢাকা-৬ আসনের সাঈদ খোকনের স্ত্রী স্বতন্ত্র ফারহানা সাঈদ ও জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ঢাকা-৭ আসনের জাকের পার্টির বিপ্লব চন্দ্র বনিক, ঢাকা-৮ আসনের জাকের পার্টির মো. নুরুল ইসলাম লিটন।
ঢাকা-৯ আসনের জাকের পার্টির মোহাম্মদ মফিজ উল্লাহ, জাসদের নিলাঞ্জনা রিফাত ও ইসলামী ঐক্যজোটের মো. লোকমান শেখ, ঢাকা-১০ আসনের জাকের পার্টির মো. হুমায়ুন কবীর, ঢাকা-১১ আসনের জাকের পার্টির মো. মাসুদ রানা, ঢাকা-১২ আসনের জাকের পার্টির হুমায়ুন কবীর, ঢাকা-১৩ আসনের জাতীয় পার্টির মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা-১৪ আসনের জাকের পার্টির জাকির হোসেন, জাতীয় পার্টি (জেপি) শেখ শহীদুল ইসলাম, জাতীয় পার্টির মোহাম্মদ শফিকুল ইসলাম। ঢাকা-১৫ আসনের জাকের পার্টির হুমায়ুন কবীর, জাকের পার্টির মাইনুল ইসলাম, ঢাকা-১৬ আসনের জাকের পার্টির আমিনুল ইসলাম, ঢাকা-১৭ আসনের জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের ও সালমা ইসলাম, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান ও সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুন নাহার এবং ঢাকা-১৮ আসনে জাকের পার্টির মো. শরিফ হোসেন ও আওয়ামী লীগের হাবিব হাসান।
এদিকে জাতীয় পার্টি ঢাকা সিটির ১৫টি আসনের মধ্যে ৬টিতে দলীয় প্রার্থীদের প্রত্যাহ্যার করলেও বাকি ৯টি আসনে তাদের প্রার্থী রয়েছে। এর মধ্যে বর্তমান সংসদ সদস্য ঢাকা-৪ আসনের সৈয়দ আবু হোসেন বাবলাও রয়েছেন। জাতীয় পার্টির প্রার্থীরা ঢাকার অন্য যে আসনগুলোতে রয়েছেন তারা হলেন-ঢাকা-৭ আসনের মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন, ঢাকা-৮ আসনের জুবের আলম খান, ঢাকা-৯ আসনের কাজী আবুল খায়ের, ঢাকা-১০ আসনের হাজী মো. শাহজাহান, ঢাকা-১১ আসনের শামীম আহমেদ, ঢাকা-১২ আসনের খোরশেদ আলম খুশু, ঢাকা-১৫ আসনের মো. সামসুল হক এবং ঢাকা-১৬ আসরের মো. আমানত হোসেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভোট থেকে সরলেন ঢাকা সিটির ১৫ আসনের ২৬ প্রার্থী

আপডেট সময় : ০১:৫১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, দলটির প্রভাবশালী সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ও আওয়ামী লীগের হাবিব হাসানসহ ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে ২৬ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করছেন। গতকাল রোববার ১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তারা প্রার্থিতা প্রত্যাহার করেন।
ঢাকা মহনগরীর আসন থেকে যেসব প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন তারা হলেন– ঢাকা-৪ আসন থেকে জাকের পার্টির মো. রবিউল ইসলাম, ঢাকা-৫ আসনে জাতীয় পার্টির মীর আব্দুস সবুর ও স্বতন্ত্র কাজী মনিরুল ইসলাম, ঢাকা-৬ আসনের সাঈদ খোকনের স্ত্রী স্বতন্ত্র ফারহানা সাঈদ ও জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ঢাকা-৭ আসনের জাকের পার্টির বিপ্লব চন্দ্র বনিক, ঢাকা-৮ আসনের জাকের পার্টির মো. নুরুল ইসলাম লিটন।
ঢাকা-৯ আসনের জাকের পার্টির মোহাম্মদ মফিজ উল্লাহ, জাসদের নিলাঞ্জনা রিফাত ও ইসলামী ঐক্যজোটের মো. লোকমান শেখ, ঢাকা-১০ আসনের জাকের পার্টির মো. হুমায়ুন কবীর, ঢাকা-১১ আসনের জাকের পার্টির মো. মাসুদ রানা, ঢাকা-১২ আসনের জাকের পার্টির হুমায়ুন কবীর, ঢাকা-১৩ আসনের জাতীয় পার্টির মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা-১৪ আসনের জাকের পার্টির জাকির হোসেন, জাতীয় পার্টি (জেপি) শেখ শহীদুল ইসলাম, জাতীয় পার্টির মোহাম্মদ শফিকুল ইসলাম। ঢাকা-১৫ আসনের জাকের পার্টির হুমায়ুন কবীর, জাকের পার্টির মাইনুল ইসলাম, ঢাকা-১৬ আসনের জাকের পার্টির আমিনুল ইসলাম, ঢাকা-১৭ আসনের জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের ও সালমা ইসলাম, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান ও সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুন নাহার এবং ঢাকা-১৮ আসনে জাকের পার্টির মো. শরিফ হোসেন ও আওয়ামী লীগের হাবিব হাসান।
এদিকে জাতীয় পার্টি ঢাকা সিটির ১৫টি আসনের মধ্যে ৬টিতে দলীয় প্রার্থীদের প্রত্যাহ্যার করলেও বাকি ৯টি আসনে তাদের প্রার্থী রয়েছে। এর মধ্যে বর্তমান সংসদ সদস্য ঢাকা-৪ আসনের সৈয়দ আবু হোসেন বাবলাও রয়েছেন। জাতীয় পার্টির প্রার্থীরা ঢাকার অন্য যে আসনগুলোতে রয়েছেন তারা হলেন-ঢাকা-৭ আসনের মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন, ঢাকা-৮ আসনের জুবের আলম খান, ঢাকা-৯ আসনের কাজী আবুল খায়ের, ঢাকা-১০ আসনের হাজী মো. শাহজাহান, ঢাকা-১১ আসনের শামীম আহমেদ, ঢাকা-১২ আসনের খোরশেদ আলম খুশু, ঢাকা-১৫ আসনের মো. সামসুল হক এবং ঢাকা-১৬ আসরের মো. আমানত হোসেন।