ঢাকা ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

ভোটিং প্রক্রিয়া নিয়ে চারটি সচেতনতামূলক সভা করবে ডাকসু নির্বাচন কমিশন

  • আপডেট সময় : ০৮:০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ভোটিং প্রক্রিয়া নিয়ে সকল ফ্যাকাল্টি ও ইনস্টিটিউট মিলে চারটি সচেতনতামূলক সভা করবে ডাকসু নির্বাচন কমিশন।
আগামীকাল রোববার (৭ সেপ্টেম্বর) সভাগুলো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
গতকাল শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেটে ভবনে অবস্থিত ডাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, যেহেতু অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো ভোট দিবে তাদের ভোটিং প্রক্রিয়া ও আগ্রহী করার জন্য ফ্যাকাল্টি ও ইনস্টিটিউট মিলে ৪টি সচেতনতামূলক সভা করা হবে। আমাদের কমিশনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ও ভোটদান প্রক্রিয়া কেমন হবে সেই সম্পর্কে অবগত করা হবে যেন তারা বুথে গিয়ে নির্বিঘ্নে ভোট দিয়ে আসতে পারেন। তিনি আরো বলেন, ‘ভোটদান প্রক্রিয়া সহজ করার জন্য একটি টিউটোরিয়াল ভিডিও ইতোমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করেছি। সেখানে একজন ছাত্র বা ছাত্রী হল বা বাস থেকে নেমে ভোটকেন্দ্রে গিয়ে পুলিং অফিস, অ্যাজেন্টদের মোকাবিলা করে ব্যালট পেপার নিয়ে ভোট দিয়ে কীভাবে বক্সে ফেলবেন এই পুরো প্রক্রিয়াটি সেখানে দেখানো হয়েছে। আমাদের ভোটদান প্রক্রিয়া যেন শৃঙ্খলামতো হয় সেজন্য আমরা লাইন, ভোটিং টাইম ইত্যাদি সম্পর্কে ধারণা দিয়েছি।

অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘আমরা চাই না কোনো ভোটার অযথা লাইনে দাঁড়িয়ে থাকুক বা বুথে বসে সময় নষ্ট করুক। এতে ভোটিং প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আমরা শিক্ষার্থীদের প্রতি অনুরোধ রাখবো ভোট দিতে যার যতটুকু সময় লাগে নেই সময়েই যেন ভোটদান সম্পন্ন করে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শাহবাগে একই মঞ্চে ৩০ রাজনৈতিক দলের নেতারা

ভোটিং প্রক্রিয়া নিয়ে চারটি সচেতনতামূলক সভা করবে ডাকসু নির্বাচন কমিশন

আপডেট সময় : ০৮:০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ভোটিং প্রক্রিয়া নিয়ে সকল ফ্যাকাল্টি ও ইনস্টিটিউট মিলে চারটি সচেতনতামূলক সভা করবে ডাকসু নির্বাচন কমিশন।
আগামীকাল রোববার (৭ সেপ্টেম্বর) সভাগুলো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
গতকাল শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেটে ভবনে অবস্থিত ডাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, যেহেতু অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো ভোট দিবে তাদের ভোটিং প্রক্রিয়া ও আগ্রহী করার জন্য ফ্যাকাল্টি ও ইনস্টিটিউট মিলে ৪টি সচেতনতামূলক সভা করা হবে। আমাদের কমিশনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ও ভোটদান প্রক্রিয়া কেমন হবে সেই সম্পর্কে অবগত করা হবে যেন তারা বুথে গিয়ে নির্বিঘ্নে ভোট দিয়ে আসতে পারেন। তিনি আরো বলেন, ‘ভোটদান প্রক্রিয়া সহজ করার জন্য একটি টিউটোরিয়াল ভিডিও ইতোমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করেছি। সেখানে একজন ছাত্র বা ছাত্রী হল বা বাস থেকে নেমে ভোটকেন্দ্রে গিয়ে পুলিং অফিস, অ্যাজেন্টদের মোকাবিলা করে ব্যালট পেপার নিয়ে ভোট দিয়ে কীভাবে বক্সে ফেলবেন এই পুরো প্রক্রিয়াটি সেখানে দেখানো হয়েছে। আমাদের ভোটদান প্রক্রিয়া যেন শৃঙ্খলামতো হয় সেজন্য আমরা লাইন, ভোটিং টাইম ইত্যাদি সম্পর্কে ধারণা দিয়েছি।

অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘আমরা চাই না কোনো ভোটার অযথা লাইনে দাঁড়িয়ে থাকুক বা বুথে বসে সময় নষ্ট করুক। এতে ভোটিং প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আমরা শিক্ষার্থীদের প্রতি অনুরোধ রাখবো ভোট দিতে যার যতটুকু সময় লাগে নেই সময়েই যেন ভোটদান সম্পন্ন করে।’